29.1 C
Dhaka, BD
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

শার্শা-বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক – ১

যশোরের শার্শা সীমান্ত থেকে ২৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে শার্শা থানাধীন গোগা গ্রামস্থ মোড়ল পাড়া কাঁচা রাস্তার উপর থেকে মোঃ জসিম গাজী(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

আটক জসিম গোগা গ্রামের মৃত ইসহাস গাজীর ছেলে। অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোট ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য শার্শা থানায় সোপর্দ করার হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের আগমনে মুখরিত তুরাগ তীর ।

আগামীকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাত আয়োজিত ৫৪তম বিশ্ব ইজতেমা।

এ উপলক্ষে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের ময়দান মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে উঠছে। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে বিশ্ব ইজতেমা ময়দান এখন মুখরিত।

জানা গেছে, ২০১৯ সালের বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত কয়েকদিন থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

এবারের বিশ্ব ইজতেমা শুরু হবে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি)। প্রথম পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের আহলে শুরার অন্যতম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ ।

১৬ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে।

পরে রোববার (১৭ ফেব্রুয়ারি) ও সোমবার (১৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনা করবেন সাদপন্থীরা। সোমবার (১৮ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে সে পর্ব।

নারায়ণগঞ্জ থেকে আসা এক মুসল্লি জানান, এবার বিশ্ব ইজতেমা জেলাভিত্তিক নয়। যার কারণে সারা দেশের প্রত্যেক জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছেন। জায়গা না পাওয়ার শঙ্কায় আগে ভাগেই ইজতেমা ময়দানে আসা হয়েছে । প্রতি বছর বিশ্ব ইজতেমায় যোগ দিই।

এবারও এসেছি। মুরুব্বিদের বয়ান শুনতে ও আল্লাহর ইবাদত করতে ।

ধামরাইয়ে এস.এস.সি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি-এক লাখ টাকা জরিমান ।

ঢাকার ধামরাইয়ে চলতি এস.এস.সি পরীক্ষায় বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল বুধবার দুপুরে যাদবপুর বি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো.আলী হায়দারকে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন হতে অব্যাহতি প্রদানসহ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানা গেছে, উপজেলার যাদবপুর বি.এম.উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থ্যাৎ কেন্দ্র সচিব মো. আলী হায়দার নিজের ক্ষমতার দাপট দেখিয়ে কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। যদি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নকল করতে বাধা দেওয়া হয় তবে সেই সকল শিক্ষককে পরবর্তীতে নিজ স্কুলের শিক্ষার্থীদের কক্ষে আর দায়িত্ব দেওয়া হয় না। শুধু তাই নয়, নকল সরবরাহে সহযোগীতা করা ছাড়াও নিজের ইচ্ছামত আমছিমুর সেসিপ মডেল স্কুল ও গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নাম দিয়ে শফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম নামের দুই ব্যক্তিকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তাদেরকে পরীক্ষার কের্ন্দের কক্ষ পরিদর্শনের দায়িত্ব পালনের জন্য ভূয়া কার্ড ইস্যু করেছেন। অথচ ওই বিদ্যালয় গুলিতে ওই ব্যক্তি বা শিক্ষক নামে কেউই নেই বলে প্রধান শিক্ষকরা জানিয়েছেন। ওই পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব প্রাপ্ত কেন্দ্র পরিদর্শক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ শামীউর রহমান ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেট কর্মকর্তা মিজানুর রহমান এমন লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম অভিযোগের সত্যতা পেয়ে যাদবপুর বি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আলী হায়দারকে কেন্দ্র সচিবের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানসহ এক লাখ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

পরে ওই পরীক্ষা কেন্দ্রে উপজেলার বেরশ শিবনাথ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেন।
অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করেন উপজেলা নির্বাহী অফিসার।

যশোরের শার্শায় বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-১০

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ২২৪ পিস ইয়াবা, ১৫৩ বোতল ফেন্সিডিল, ২শ গ্রাম গাজা ও ইজিবাইকসহ ১০ জনকে আটক করেছে ।

আটককৃতরা হচ্ছে, শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাসের ছেলে কুখ্যাত মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি কবিরুল ইসলাম কবু (৪২), ঝিকরগাছা উপজেলা সংকরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুছার গাজী (৩৫), শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের কদর আলীর ছেলে আবুল কাশেম (২৭), অগ্রভুলোট গ্রামের বাদল গাজীর ছেলে শাহাদত হাজী (৪০), রৃদ্রপুর গ্রামের আব্দুল মজিদ শেকরের ছেলে শরিফুল ইসলাম (২২), খাইরুল ইসলামের ছেলে সোহাগ (২২), ওবাইদুল ইসলামের ছেলে বাপ্পি (২০) আমলাই গ্রামের ভিম সিংহর ছেলে সঞ্জয় কুমার সিংহ (৩৫), কন্যাদহ গ্রামের আকরাম আলীর ছেলে তরিকুল ইসলাম (১৬) ও ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ ।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান আমাদের প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ২২৪ পিস ইয়াবা, ১৫৩ বোতল ফেন্সিডিল, ২শ গ্রাম গাজা ও ইজিবাইকসহ ১০ জনকে আটক করেছে।

এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানা অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে ।

শিবগঞ্জে ২৮২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার -১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া মধ্যাপাড়া অনির্বান মোড় হতে বুধবার সকালে ২৮২ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত চোরাকারবারি একই উপজেলার শ্যামপুর আজগোবি গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ আবু তাহের (৩০) ।

গোয়েন্দা পুলিশের এস আই জাহিদ জানান,বুধবার ভোর সোয়া ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দাইপুকুরিয়া ইউনিয়নের মধ্যাপাড়া অনির্বান মোড় থেকে ২৮২ বোতল ফেনসিডিলসহ মোঃ আবু তাহেরকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুন্দরগঞ্জে ফেইসবুকে প্রেম অতঃপর ৮ দিন পর বিচ্ছেদ ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে হিসাব বিজ্ঞানে মাস্টাস দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত এক ছাত্রীর সঙ্গে ফেইসবুকে প্রেম করে ৮ লাখ টাকা মহরানা ধার্যে বিয়ে রেজিস্ট্রীর ৮ দিন পর অবশেষে বিচ্ছেদ হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত তৈয়ব আলী মাস্টারের এক কন্যা গাইবান্ধা সরকারী কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ে মাস্টার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছে।

এ সুবাদে জেলা সদরের ঘাগোয়া ইউনিয়নের তালতলা গ্রামের জাহিদুল হক সরকারের পুত্র ফিরোজ কবির ফেইস বুকের মাধ্যমে প্রেম নিবেদন করে আসছিল। পূর্বের স্ত্রী ও সন্তানকে অস্বীকারে নিজেকে অবিবাহিত ও সরকারী চাকুরি জিবি হিসেবে পরিচিতি ও ছাত্রীর ভালোবাসা অর্জন করে এর পর গত ৮ ফেব্রুয়ারী ঐ ছাত্রীকে তার শিক্ষাঙ্গণ থেকে তুলে নিয়ে গিয়ে পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের কাজী জাহাঙ্গীর আলমের নিকট ৮ লাখ টাকা মহরানা ধার্য করে তনম্মধ্যে গহনা বাবদ ২০ হাজার টাকা কনেকে বুঝে দেয়ার পর বিয়ে রেজিঃ করেন। ফিরোজ কবির পলাশবাড়ি উপজেলা বিআরডিবি অফিসের হিসাব রক্ষক ও সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবি অফিসে রক্ষক হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন।

ফিরোজ কবিরের পূর্বের স্ত্রী ও সন্তানের কথা জানতে পেয়ে কনে পক্ষ তাকে আটক করে অবশেষে বিয়ে বিচ্ছেদ ঘটায়। এব্যাপারে ফিরোজ কবির তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে বলেন, ৮ লাখ টাকার মহরানার স্থলে সাড়ে ৪ লাখ টাকা বুঝে দিয়েছি। ছাপড়হাটী ইউনিয়ন বিয়ে ও তালাক রেজিস্ট্রার (কাজী) মাওলানা আইনুল হক জানান, ৩ লাখ টাকায় বিয়ে বিচ্ছেদ হয়েছে।

এতে উভয় পক্ষের মাঝে মিমাংসার মাধ্যমে এ বিয়ে বিচ্ছেদ হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জের খেঁয়াঘাটে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ এলাকাবাসীর ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় অবস্থিত রামডাকুয়া খেঁয়াঘাটে তিস্তার শাখা নদীর উপর কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এলাকাবাসি।

এ লক্ষ্যে গতকাল বিকালে উক্ত খেঁয়াঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কাঁঠেরব্রিজ নির্মাণের জন্য স্থানীয়ভাবে আর্থিক যোগান ও তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলার বেলকা ইউনিয়ন আ’লীগে সাধারন সম্পাদক মজিবর রহমান মজির নেতৃত্বে অনুষ্ঠিত তাৎক্ষনিক সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- বেলকা ইউপি সদস্য রিয়াজুল হক, ডাঃ ফয়জার রহমান, আনোয়ারুল ইসলাম, শুকুর আলী, আব্দুল হাকিম, হাফিজার রহমান, কফিল উদ্দিন, ইউসুফ আলী, ডাবলু মিয়া, নাজির হোসেনসহ আরো অনেকেই।

স্বাধীনতা পরবর্তী ৪৮ বছরেও উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণ না করায় বেলকা ইউনিয়নের, পঞ্চানন, কিশামত সদর, বেলকা নবাবগঞ্জ, বেকরির চর, রামডাকুয়া জিগাবাড়ীর চর, রহমতের চর, বিরোহীমের চর, লাটশালার চর, হরিপুর, কাশিম বাজার, কুড়িগ্রাম জেলা সদর ও জেলার উলিপুর, চিলমারি, রাজিবপুর, রৌমারী, ফুলবাড়ীর বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সঙ্গে প্রত্যহ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, হাট-বাজারসহ নানাবিধ প্রয়োজনে হাজার হাজার মানুষ চরম বিড়ম্বনায় ভুগছেন।

বর্ষাকালে জনগুরুত্বপূর্ণ তথা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগ রক্ষার্থে এসব মানুষের দূর্ভোগ লাঘবে খেঁয়ার পরিবর্তে স্থানিয়ভাবে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এলাকাবাসি।

এব্যপারে সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ্- আল- মামুন বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে রামডাকুয়া নামক স্থানে তিস্তার শাখা নদীর উপরে ব্রিজ নির্মাণের লক্ষ্যে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

বিশেষ কোন কারণে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের শুরু কিছুটা বিলম্ব।

যশোরের শার্শায় অস্ত্র-গুলিসহ আটক-১

যশোরের শার্শায় অস্ত্র-গুলি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হচ্ছে, উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাস”র ছেলে কবিরুল ইসলাম কবু (৪২)।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল হাসানের নেতৃত্বে শার্শা উলাশী ইউনিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে অবস্থান করে। এ সময় প্রাথমিক বিদ্যালয় সামনের মাঠে বসে আছে সংবাদের ভিত্তিতে আটক করে তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে আটক করা হয়।

এ ব্যাপারে আটককৃত নামে শার্শা থানা অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

 

ভারতীয় বিএসএফের হয়রানির প্রতিবাদে রফতানি কার্যক্রম বন্ধ ।

ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী ট্রাক শ্রমিকরা হয়রানির প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের পন্য রফতানি বন্ধ করে দিয়েছে ট্রাক শ্রমিকরা।

ফলে শতশত বাংলাদেশী রফতানি পন্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকায়। ৩ কিলোমিটার এলাকা জুড়ে রফতানিবাহী ট্রাক আটকা পড়েছে।

বেনাপোল-ঝিকরগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আ: রহমান কালু জানান, বেশ কিছুদিন ধরে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশী ট্রাক শ্রমিকদের ওপর নিযাতন করে আসছে বিএসএফ সদস্যরা। বাংলাদেশ থেকে রফতানি পন্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করার পর তাদের আর বাইরে বের হতে দেয়া হয় না। ফলে প্রায়শই চালকদের থাকতে হয় অনাহারে অর্ধাহারে। চালকরা প্রতিবাদ করলে শারীরিকভাবে তাদরকে নির্যাতন করা হয়।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজুর রহমান আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশী ট্রাক শ্রমিকরা হয়রানির প্রতিবাদে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে সব ধরনের পন্য রফতানি বন্ধ রযেছে। তবে দু দেশের মধ্যে আমদানি বানিজ্য সচল রয়েছে।

ইজতেমায় ,সমঝোতা স্মারক মেনে চলতে তাবলীগ জামাতের উভয়পক্ষের প্রতি আহ্বান ।

বিশ্ব ইজতেমার সময় সমঝোতা স্মারক মেনে চলতে তাবলীগ জামাতের উভয়পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

ইজতেমার নিরাপত্তায় যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার সমন্বয় সভায় তারা একথা বলেন।

গত বছর ডিসেম্বরের শুরুতে তাবলীগ জামাতের দু’গ্রুপের মধ্যে সহিংসতার পর নানা টানা পোড়েন কাটিয়ে বিশ্ব ইজতেমা শুরুর বাকি মাত্র একদিন।

এখনো যে উদ্বেগ ও উৎকণ্ঠা পুরোপুরি কাটেনি তা বোঝা গেল সরকারের ২ জন মন্ত্রী ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের উপস্থিতিতে হওয়া সমন্বয় সভায়।

পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী বলেন, না জেনে শুনে কোনকিছু আপলোড করবেন না, যেটা উসকানিমূলক হবে।উভয়পক্ষের চাহিদা অনুযায়ী বিদেশি মেহমানদের ভিসার ব্যবস্থা করা হবে স্বরাষ্টমন্ত্রী। তিনি বলেন, ইজতেমাতে আমরা কোন কাজে হস্তক্ষেপ করবো না। আপনাদের যা প্রয়োজন তার সিদ্ধান্ত আপনারা নিবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, গোলমাল গোলযোগ হয়েছে কিছুদিন আগে। তাই আমরা নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।
আর শেষদিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান ধর্ম প্রতিমন্ত্রীর ।

সর্বশেষ আপডেট...