26 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

সুন্দরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু কন্যাকে ধর্ষণ মামলায় শাহ্ আলম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মধ্য ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

জানা যায়, রবিবার শাহ্ আলম সুযোগ বুঝে তার প্রতিবেশী চাচা আব্দুল লতিফের শিশু কন্যাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেছে মর্মে আব্দুল লতিফ থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে শাহ্ আলমকে গ্রেফতার ও ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত শাহ্ আলম ঐ গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র। স্থানীয়রা জানান, ঘটনার দিন দুই সন্তানকে নিয়ে শাহ্ আলমের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন। অপরদিকে দিনমুজুর আব্দুল লতিফ ও তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে এ ঘটনা ঘটে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) তাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী শাহ্ আলমকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিত শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য ব্যবস্থা চলছে।

থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জে আনছার ও ভিডিপি অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনায় তিন দিনেও মামলা হয়নি ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আনছার ও ভিডিপি অফিসে রহস্যজনকভাবে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় গত তিন দিনেও মামলা হয়নি। তবে, ঘটনার পরদিন (গত শুক্রবার) বিকেলে আবু সাঈদ (২৭) ও আরিফুল ইসলাম (২৮) নামে ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন থানা পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত রাতে দরজা-জানালা, আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে কে বা কারা অফিসের ভিতরে ঢুকে নগদ টাকাসহ অফিসের কিছু মূল্যবান কাগজ-পত্র চুরি করে নিয়ে যায়। পরদিন (শুক্রবার) সকালে জানতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার- সোলেমান আলী, জেলা আনছার ও ভিডিপি কমান্ড্যান্ট- ইফতেখারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান সরেজমিনে পরিদর্শন করেন। এঘটনায় সন্দেহভাজন ২ যুবককে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছেন থানা পুলিশ।

এব্যাপারে উপজেলা আনছার ও ভিডিপি অফিসার- গোলাম রব্বানী জানান, ঘটনার
পরদিন শুক্রবার সকাল ৭টার পর পরই আব্দুল হাকিম নামে স্থানীয় এক আনছার সদস্যের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে বিভিন্ন দপ্তরে ঘটনা অবগত করা হয়। এ ঘটনায় তিনি ধারণা করে বলেন, সুন্দরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ২জন করে মোট ১৮ জন দলপতি ও দলনেত্রী নিযুক্ত রয়েছে। তাদের মধ্যে ৬ জন ছাড়া অপর ১২ জনের কাগজ-পত্র ও বয়স সীমার ক্ষেত্রে জালিয়াতির ঘটনা প্রমাণিত হয়েছে। এনিয়ে অফিসে চুরির ঘটনা ঘটতে পারে।
থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান বলেন, উপজেলা আনছার ও ভিডিপি অফিসে চুরির ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শুরুতেই হঠাৎ শিলাবৃষ্টির আঘাতে আমের মুকুলসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ।

রাজশাহীতে গাছে গাছে দেখা দিচ্ছে আমের মুকুল। মুকুল গুলো একটু বড় না হতেই হঠাৎ শিলাবৃষ্টির আঘাত। রোববার ভোর ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ১৮ মিনিট পর্যন্ত এই শিলাবৃষ্টি স্থায়ী ছিল। এসময় বজ্রপাতও হয়েছে। এই ৩৮ মিনিটে রাজশাহী মহানগরে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এতে আমের মুকুলসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর বৃষ্টি শুরুর পর থেকেই পুরো মহানগর এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। যা স্বাভাবিক হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সময় লাগে।
ভোরে শিলাবৃষ্টির পর বিদ্যুৎহীন মহানগরে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় আজ স্থানীয় পত্রিকাগুলো প্রকাশে সকাল পর্যন্ত সময় গড়ায়।

শিলাবৃষ্টির আঘাতে রাজশাহীর গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ থেকে প্রচুর পরিমাণে মুকুল ঝরে পড়েছে। তবে আমের মুকুলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে দাবি করেছেন স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা। এছাড়াও পিয়াজ, সরিশাসহ ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর এলাকার আম ব্যবসায়ী শামিম জানান, আজকের শিলাবৃষ্টির আঘাতে আমের মুকুল ঝরে পড়ায় চরম লোকসান গুণতে হবে তাদের। আম গাছে মুকুল যে পরিমাণ এসেছিল, তাতে অন্যান্য বছরের লোকসান অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হতো। কিন্তু আজকের শিলাবৃষ্টিতে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, ভোর ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ১৮ মিনিট পর্যন্ত এই শিলাবৃষ্টি স্থায়ী ছিল। এসময় বজ্রপাতও হয়েছে। তবে বৃষ্টির সময় ঝড়ো হাওয়া ছিল না। ভোরের এই ৩৮ মিনিটে রাজশাহীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে এখনও মেঘ রয়েছে। তাই আবারও বৃষ্টি হতে পারে বলেও জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

এদিকে, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পৃথক পৃথক অভিযানে সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম (২২) ও বেলাল হোসেন (২২) নামে দুই মাদক কাবারিকে গ্রেফতার করেছে।

জানা যায়, রবিবার ভোরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ – এনায়েত কবির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান । এতে ১’শ গাঁজাসহ মাদক কারবারি আশরাফুলকে ধর্মপুর ও ২৭টি ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেনকে পাঁচপীর বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আশরাফুল উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামের আব্দুল জলিলের পুত্র ও বেলাল হোসেন নতুন দুলাল ভরট গ্রামের নূরুন্নবী মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৬ এর পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ।

যশোরের শার্শা-বেনাপোল এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

রবিবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ শামসুর রহমান(৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক শামসুর রহমান শাখারীপোতা গ্রামের মৃত আয়ুব মোড়লের ছেলে। অপর দিকে শার্শা থানাধীন দুর্গাপুর গ্রাম থেকে ৮৩০ গ্রাম গাঁজাসহ মোঃ কালাম মোহর আলী(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক কালাম মোহর আলী দুর্গাপুর গ্রামের মোংলা সর্দারের ছেলে। মোট গাঁজার আনুমানিক মুল্য (৩৬,৫০০)ছত্রিশ হাজার পাঁচশত টাকা।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ ছুরত আলম আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মোট ১কেজি ৮৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর ১১ সদস্যের প্রতিনিধি দল এখন বাংলাদেশে ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে সমন্বয় সম্মেলনের উদ্দেশ্যে বিএসএফে’র ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

রবিবার (১৭ ফেব্রæয়ারী) সকাল ১০ টার দিকে তিন দিনের সমন্বয় সম্মেলনে যোগদিতে প্রতিনিধি দলটি পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজজামান তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এর রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।

অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে বিএসএফ এর নর্থবেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি, সংশ্লিষ্ট ফ্রন্টিয়ারের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের ষ্টাফ অফিসারবৃন্দ এবং ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।

বিজিবি সূত্র জানায়,যশোরের হোটেল আল জাবির অডিটোরিয়ামে রিজিয়ন কমান্ডার বিজিবি এবং আইজি বিএসএফ পর্যায়ে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিজিবির ১৫ জন এবং বিএসএফে’র ১১জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের গুলি/হত্যা, সীমান্তে বাংলাদেশী নাগরিক আটক, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া নির্মাণ কাজ সংক্রান্ত ইস্যু, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহল, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যৌথ সেমিনার,সিম্পেজিয়াম,ওয়ার্কসপ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম সম্মেলনের বিষয়টি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।

সাভারের হেমায়েতপুরে নারী শ্রমিককে গণধর্ষনের ঘটনায়, মামলা দায়ের ।

সাভারে এক নারী পোশাক শ্রমিক (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় রবিবার সকালে একটি গণধর্ষণের মামলা দায়ের করেছেন সাভার মডেল থানায়। ঘটনাটি ঘটেছে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায়।

ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক সাভারের গেন্ডা এলাকায় মিন্টু উকিলের বাড়িতে ভাড়া থাকতো। সে বরিশাল জেলার ইয়ারপুর থানার রবিন্দনগর গ্রামের আব্দুল মান্নান বেপারীর মেয়ে।

গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিকের ভাই আরিফ জানান, তার বোন গেল চার মাস হয় হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জিসান গার্মেন্টে এ হেলপার পদে চাকুরী নেয় এসময় ওই পোশাক কারখানার রাকিব নামের এক অপারেটর এর সাথে তার পরিচয় হয় পরে গেল ১৪ ফেব্রæয়ারি বিশ^ ভালোবাসা দিবসে ওই পোশাক শ্রমিককে গার্মেন্টস এর পাশে একটি নির্জন যায়গায় ডেকে নেন রাকিব। এসময় ওই পোশাক শ্রমিককে রাকিব ও তার ৮ বন্ধু মিলে ভয়ভিতি দেখিয়ে গণধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে ওই যুবকরা তাকে হত্যা করবে বলে হুমকি দেন। পরে আজ সকালে ওই পোশাক শ্রমিক সাভার মডেল থানায় উপস্থিত হয়ে নয় জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

এঘটনায় পুলিশ গণধর্ষণের শিকার পোশাক শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্য গোলাম নবী বলেন, ধর্ষণকারীদের আটক করার প্রক্রিয়া চলছে।

শার্শায় মসুর চাষ লাভের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা ।

দেশের প্রধান একটি খাদ্যশস্যের মধ্যে মসুর ডাল অন্যতম।

মানব দেহে প্রচুর পরিমান আমিষের চাহিদা পুরণ করে এই মসুর ডাল। মসুর ডালে রয়েছে প্রচুর পরিমান খনিজ পদার্থ, আঁশ, খাদ্য শক্তি, লোহ ক্যারোটিন, ভিটামিন বি, শর্করা ইত্যাদি। তাই প্রতিদিন খাবার টেবিলে মসুর ডালের জুড়িমেলা ভার।
চলতি মৌসুমে যশোরের শার্শা উপজেলায় ব্যাপক ভাবে চাষ হয়েছে মসুর ডালের।

মাঠে মাঠে বিস্তৃর্ণ এলাকা জুড়ে সবুজে ভরে গেছে মসুরের গাছ। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি বছরে মসুরের বাম্পার ফলন হবে বলে আশা করছেন এখানকার চাষিরা। তবে মসুর ডালের তুলনামুলক ভাবে দাম একটু কম থাকায় এবছর আশানারুপ ভাবে মসুরের চাষ একটু কম হয়েছে বলে জানা যায়। কৃষি নির্ভর ও চাষ যোগ্য উপজেলা হিসাবে দারুন ভাবে পরিচিতি রয়েছে যশোরের শার্শা উপজেলা। রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম।

গোটা বছর জুড়েই নানা রকম ফষল উৎপাদনে এই উপজেলার সুনাম রয়েছে। আর এখানকার চাষিদের কঠিন পরিশ্রম ও কঠোর পারদর্শিতার কারণে কৃষকরা প্রতিবছরই সুফল পেয়ে থাকে। ধীরে ধীরে শার্শার চাষযোগ্য ফসলের মধ্যে মসুর অন্যতম হলেও কমে এসছে এই মসুর চাষ। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শার্শা উপজেলায় ৭শ ১০ হেক্টর জমিতে মসুর চাষ হয়েছে। যা গত বছরের থেকে ১০ হেক্টর কম চাষ হয়েছে। এর মধ্যে বারি মসুর-৬, বারি মসুর-৭ ও বারি মসুর-৩ চাষ হয়েছে তবে এই উপজেলায় বারি মসুর-৩ চাষ বেশি হয় বলে জানা যায়।

মসুর (ডাল) এর চাহিদা বাজারে ব্যাপক হারে বলেই এই চাষের উপর এখানকার চাষিদের আগ্রহ অনেক বেশি। উপজেলার মসুর চাষিরা জানান, বাজারে মসুরের চাহিদা অনেক বেশি তাছাড়া দামও তুলনামুলক ভাবে কম না এজন্য এই চাষের উপর চাষিদের আগ্রহ একটু বেশিই দেখা যায়।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শোতম কুমার শীল জানান, মসুর ডাল চাষের জন্য চষিদের একটু বেশি পরিচর্যা করতে হয়। ভালো ভাবে পরিচর্যা করলে ফলন ভালো হয় এবং ৯০ থেকে ১১৫ দিনের মধ্যে মসুর ডাল ঘরে তোলা সম্ভব। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় মসুরের ভালো ফলন হয়েছে। কোন প্রকার পোকার আক্রমন বা রোগ বালায় না হলে কুষকরা লাভবান হবে বলে আশা করছি। তাছাড়া উপজেলার মসুর চাষিদের সর্বদা পরামর্শ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

দিলকুশা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল চৌধুরী সম্রাট কে ফুলের শুভেচ্ছা

প্রথম বিভাগ হকি লীগ ২০১৮, দিলকুশা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান যুব আইকন আমাদের অভিভাবক ইসমাইল চৌধুরী সম্রাট মামার সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন খেলোয়াড় ও ক্লাব কর্মকতা বৃন্দ।

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার হকি ঢাকা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে দিলকুশা স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দুপুরে বর্ণক সমাজ খেলবে শান্তিনগর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

আজ লিগের শেষ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

শিরোপা জয়ের দ্বারপ্রান্তেই রয়েছে দিলকুশা। লিগে এখন পর্যন্ত নয় ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ২৭ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে তারা। হকি ঢাকা ইউনাইটেড সমান ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে আছে। শেষ ম্যাচে দিলকুশা জিতলে পূর্ণ ৩০ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। ম্যাচটি ড্র হলেও তাদের ঘরেই যাবে শিরোপা।

শিরোপা ঘরে তুলতে হলে দিলকুশার বিপক্ষে জিততেই হবে হকি ঢাকা ইউনাইটেডকে। যা তাদের জন্য বেশ কষ্টসাধ্য। কারণ লিগে শুরু থেকেই দূর্দান্ত গতিতে এগিয়ে চলছে দিলকুশা। এ পর্যন্ত নয় ম্যাচে তারা গোল করেছে ৮৭টি। বিপরীতে তাদের হজম করতে হয়েছে মাত্র ৪ গোল। হকি ঢাকা ইউনাইটেড ৮০টি গোল করে ১০ হজম করেছে।

অন্যদিকে লিগ থেকে অবনমনের পথে রয়েছে বর্ণক সমাজ। নয় ম্যাচ শেষে তারা কোনো পয়েন্ট পায়নি। শেষ ম্যাচে শনিবার শান্তিনগরকে হারালেও তাদের লাভ হবেনা। কারণ শান্তিনগর নয় ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে অবনমন এড়িয়েছে আগেই।

এদিকে শুক্রবার নিজেদের শেষ ম্যাচে সহজ জয় পেয়েছে পিডব্লিউডি এসসি। মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ৬-১ গোলে হারায় রেলওয়ে এসসিকে। বিজয়ী দলের হয়ে আকাশ ও রিপন দু’টি করে এবং পরিমল ও ছোট রিপন একটি করে গোল করেন। রেলওয়ের পক্ষে এক গোল শোধ দেন আজিজুদ্দিন ছোটন।

এ জয়ে পিডব্লিউডি দশ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে থেকে লিগ শেষ করলো। সমান ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া রেলওয়ের অবস্থান ষষ্ঠ।

বেনাপোল পুটখালী সীমান্তে ১৪ পিস স্বর্ণের বারসহ আটক-১ ।

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার(১৬/০২/১৯ইং) তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটখালী বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বিজিবি’র মসজিদ বাড়ি পোস্টের সামনে পাকা রাস্তার পাশে শ্রী দিলীপ হাওলাদার(৩৫)নামে এক পাচারকারী অভিনব কায়দায় সেন্ডেলের সোলের ভিতরে রাখা ১৪ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।আটক স্বর্ণ পাচারকারী দিলীপ হাওলাদার বালুন্ডা গ্রামের ক্ষুদিরাম হাওলাদার এর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করতে সক্ষম হয়।আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

সর্বশেষ আপডেট...