28.6 C
Dhaka, BD
বুধবার, মে ১৪, ২০২৫

আজ পহেলা ফাল্গুন ভালোবাসার এই বসন্তকে উদযাপন করতে নগর জুড়ে তাই নানা আয়োজন।

নাগরিক জীবনেও লেগেছে ফাগুনের মাতাল হাওয়ার স্পর্শ । শীতের শুকনো বিবর্ণ সময় পেরিয়ে প্রকৃতিতে লেগেছে রঙ ও প্রাণের ছোঁয়া । হাজারো বাহারি ফুলে ভরে উঠেছে প্রকৃতি।

আজ পহেলা ফাল্গুন ভালোবাসার এই বসন্তকে উদযাপন করতে নগর জুড়ে তাই নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত উৎসবে যোগ দিয়ে সবাই করলেন ঋতুবন্দনা।

প্রকৃতি যখন তার দখিন-দুয়ার খুলে দেয়, বইতে শুরু করে ফাগুন হাওয়া, মধুর অমৃত বাণী শোনা যায় কোকিলের কণ্ঠে, রঙের উচ্ছ্বাস জাগে অশোক-পলাশ-শিমুলে তখনই যেন প্রবল বিক্রমে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের।

আর এমন ফাগুন রাঙ্গা প্রথম দিনটিকে গান, নাচ আর কবিতায় বরণ করলো নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বসন্ত উৎসবে যোগ দিয়ে সবারই কণ্ঠে উচ্ছ্বাস আর ফাগুন বন্দনা।

ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, পহেলা ফাল্গুন বাঙ্গালীর একটা উৎসব, প্রাণের টানে আমরা ফাল্গুন উৎযাপন করি। বসন্তকে স্বাগতম জানানোর জন্য বাঙলার ঐতিহ্যকে স্বাগতম জানানোর জন্য আমরা এসেছি।

ঋতুরাজ এসেছে। বাসন্তী রঙে সেজেছে নারী-পুরুষ-শিশু, বসন্ত ছুঁয়েছে মন। তবে অনেকের কাছে এটি শুধু আনন্দ আয়োজন নয়, বাঙালি সংস্কৃতি বিকাশের বড় উপলক্ষও বটে।

যে সম্ভাবনা নিয়ে বর্ণিল ফাগুণের সূচনা তা বাঙালির মর্মে শুভবোধের বার্তা দেবে এমন প্রত্যাশা আয়োজকদের।

যশোরের বেনাপোলে ফেনসিডিল সহ আটক-২

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মন্দির রোড থেকে ১৫০ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি।

বুধবার সকাল সাড়ে ৭ টার সময় ফেনসিডিলের এ চালানটি আটক হয়।

আটককৃতরা হলো বেনাপোল ভবেরবেড় গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রিপন ও একই গ্রামের সাকিল আহম্মেদ।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছোটআঁচড়া মন্দির রোডে অভিযান চালিয়ে উক্ত দুই আসামি সহ ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের ফেনসিডিল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা সীমান্ত থেকে ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক ।

যশোরের শার্শার কাশিপুর সীমান্তে ১২৩বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিপুর বাজারের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার ব্যবহৃত ইজিবাইক আটক করে বিজিবি। আটক নুরুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে বিজিবি’র হাবিলদার মদন কুমার মজুমদার এর নেতৃত্ব টহলদল কাশিপুর বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযানে একটি ইজিবাইক আটক করে। পরে গাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১২৩বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জে সনাতন সম্প্রদায়ের মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত

রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের বিগত বছরের ন্যায় এবারো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুরে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্র মাসের তারিখ হিসাবে প্রতি বছর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ আবালবৃদ্ধবনিতা সবাই তর্ত্তিপুর নামক স্থানে পৌরণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির সভাপতি শ্রী সাধন কুমার মনিগ্রাম ও সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, এ গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী গঙ্গাস্নান বলা হয়ে থাকে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোন কোন বছর ফাগুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।

চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-মহিলারা বাস, মিনিবাস, মাইক্রো, মিশুক, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আগেরদিন থেকেই পৌরণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যহত ছিল। আগতরা স্থানীয়ভাবে গঙ্গাস্নান পর্ব শেষ করে বিভিন্ন ধরণের ভুরি ভোজ করে থাকে। প্রায় মহিলারাই বাড়ি ফেরার সময় নানা ধরণের মাটির পাত্রে সযত্নে গঙ্গার পবিত্র জল নিয়ে যায়।

অপরদিকে গণজমায়েতকে উদ্দেশ্য করে তর্ত্তিপুর ঘাট এলাকায় প্রতিবছরের ন্যায় এবছরও গড়ে উঠেছে বিভিন্ন আসবাবপত্রের মেলা। প্রতিবছরের ন্যায় এ বছরও পৌর এলাকার তর্ত্তিপুর শ্মশানে মাকরী সপ্তমী মহাপূর্ণ স্নান উপলক্ষে হিন্দু ধর্মাম্মবলীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রচন্ড শীতকে উপেক্ষা করে পূন্যার্থীরা এ গঙ্গাস্নান যোগ দিয়েছে।

আয়োজকরা সময়ের খবর ২৪ প্রতিবেদকে জানিয়েছেন , প্রতি বছরের মতই এবারো বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভক্তদের সংখ্যা। এ উপলক্ষে শুধু স্থানীয় হিন্দু ভক্তদের ভোর থেকে তর্ত্তিপুর গঙ্গাস্নান ঘাট এলাকায় গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে পূর্ণ্য লাভের আশায় হিন্দু ধর্মাম্মবলীরা জমায়েত হন। গঙ্গাস্নান শেষে অধিকাংশ হিন্দু ধর্ম্বালবীরা ভোলাহাটের ঐতিহ্যবাহী দই, চিড়া, মুড়ি, শিবগঞ্জের আদি চমচম, কলা দিয়ে ঝুড়ি ভোজ খেয়ে থাকে। সাথে কেউ কেউ গঙ্গার জল সাথে নিয়ে নিজ গন্তব্যে ফিরে যান।

এদিকে নওগাঁ থেকে আসা ৮৬ বছরের এক বৃদ্ধা জানান, পূর্ব পুরুষের রীতিনীতি মোতাবেক এখনো আমরা গঙ্গাস্নান শেষে মাটির পাত্রে গঙ্গার জল নিয়ে যায়। সারা বছর এই জল দিয়ে বাড়ির বিভিন্ন জনের শারীরিক সুস্থতার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

রাজশাহী ৮ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়বে যারা ,

রাজশাহীর আট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লড়বে যারা । উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এতে চেয়ারম্যান পদে ২৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।

চারঘাটে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী ফিরোজ আহম্মেদ লনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষেদের সাধারণ সম্পাদক অসীত কুমার ঘোষ, পৌর যুবলীগের সভাপতি আবু সিনা চাঁদ, আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান মুক্তা ও মাজদার রহমান। নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভানেত্রী সাবেক নারী ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, যুব মহিলা লীগের সভানেত্রী পারভিন আরা, সাবেক ইউপি সদস্য তাজমিরা খাতুন ও শাকিলা খাতুন।

বাঘায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পৌরসভা যুবলীগের সভাপতি শাহিন আলম, মিজানুর রহমান, জাতীয় পার্টি নেতা নেতা মহিদুল ইসলাম ও বিএনপি নেতা মখলেচুর রহমান মকুল। আর নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, একই দল সমর্থীত রিজিয়া আজিজ সরকার ও গত নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ফারহান দিল আফরোজ রুমি।

দুর্গাপুরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় সরকার, উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, নওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন। নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী বানেছা বেগম, যুব মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার পলি, জলিদা বেগম, রেবেকা বেগম ও শাহীদা আক্তার আখি।

তানোরে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু মিয়া, সাদেকুল ইসলাম, যুবমৈত্রী নেতা আব্দুল বাক্কার। নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী বন্দনা রানী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনীয়া সরদার।

মোহনপুরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মেহবুব হাসান রাসেল, শামসুল আলম, মহসিন আলী, বিন বেল্লাহ, সুরজিৎ সরকার, জাতীয় পাটি মোর্তুজা আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আওয়ামী লীগের নেত্রী ডলি আক্তার নাজমা বিবি, সানজিদা রহমান, জাতীয় পার্টির নেত্রী বানেছা বেগম ও রিনা খানম।

বাগমারায় ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সাংসদের ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ, উপজেলা তরুন লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক ও আউচপাড়া ইউনয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন সাগর। এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল কলেন, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক শাহীনুর খাতুন, ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজ আক্তার বেবী ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার।

গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সফিকুল সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফায়সাল ও জাতীয় পার্টি নেতা তোহিদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি।

পুঠিয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, জামাল হোসেন এবং বেলপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান মুকুল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মৌসুমি রহমান, মোসা: আকলিমা খাতুন, পরিজান বিবি এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মোসা: মতিয়া হক।

সুন্দরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার প্রাণকেন্দ্রে অত্যন্ত আনন্দঘন ও নিরিবিলি পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী বামনডাঙ্গা শিশুনিকেতন এন্ড মডেল হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ফেব্রুয়ারী)সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের প্রশাসনিক পরিচালক মোসতাক আযম সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ,বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব,আবুল কাশেম । এসময় উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন , বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের পরিচালক একাডেমীক মাধ্যমিক শাখা,জনাব,ফারুকুল ইসলাম,বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড হাই স্কুলের পরিচালক প্রাথমিক শাখা,রেজাউল করিম,বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সহকারী পরিচালক মাধ্যমিক শাখা,জনাব,জাহিদ হাসান,বামডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক, রওনক জেবিন দয়ীতা,বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সহকারী পরিচালক, জনাব,নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

সভায় অএ বিদ্যালয়ের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবী করার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাদের পরামর্শ দেন।

বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সত্ত্বাধিকারী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব , আবুল কাশেম তার বক্তব্যে বলেন , স্কুলে শিক্ষা-বান্ধব পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়ালেখার গুণগতমান উন্নয়নের জন্য তাদের অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই সাথে জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকাও খুবই গুরুত্বপূর্ণ এবং ইভটিজিং,মাদকাসক্তি রোধকল্পে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। এক্ষেএে শিক্ষক, ছাএ ও অভিভাবকদের সুন্দর সমন্বয় প্রত্যাশা করে তিনি বলেন,ভবিষ্যত দেশ গড়ার লক্ষ্যে প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

পরিশেষে তিনি একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কি করে কোথায় যায় ,কার সাথে যায় ,সেদিকটি দেখতে প্রতিটি অভিভাবকের প্রতি আহ্বান জানান।

শার্শার বাগআঁচড়ায় পৃথক অভিযানে ইয়াবা সহ আটক-২

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পৃথক দুটি অভিযানে ১২৭ পিস ইয়াবা সহ আবুছার গাজী(৩৫) ও আবুল কাশেম (২৭) নামে দুই মাদক ব্যববসায়ীকে আটক করেছে।

আটক আবু ছার গাজী ঝিকরগাছার শংকরপুর ফেরীঘাট এলাকার আবুল কাশেম গাজীর ছেলে এবং আবুল কাশেম শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকার কদর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই সন্জয় কুমার দাসের নেতৃত্বে এ এস আই রন্জন কুমার, সংগীয় ফোর্স রুবেল ও তুষার কে নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারসহ পরিবহন কাউন্টারের সামনে থেকে রাত আনুমানিক সোয়া ১০টার সময় আবু ছার গাজীকে আটক করে।এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ৬৫ পিস ইয়াবা জব্দ করে।

এদিকে ঐ রাতে এএসআই তবিবুর রহমানের নেতৃত্ব সংগীয় ফোর্স নিয়ে আরেকটি অভিযান চালিয়ে রাত আনুমানিক রাত সোয়া ১১টায় বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে ৬২ পিস ইয়াবা সহ আবুল কাশেম কে আটক করে।

এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ(ওসি) সুকদেব রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,আটকদের শার্শা থানায় প্রেরন ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

যশোরের শার্শায় আইন শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ।

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্দোগে আইন-শৃংখলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১/০২/১৯ইং) তারিখ সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথী’র বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ।

এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,শার্শা থানার (ওসি) এম মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা রবিউল,মৎস কর্মকর্তা আবুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্যামা প্রসাদ অধিকারী, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম সহ বিজিবি কর্মকর্তাগন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কে ব্রিজের উপর ইজিবাইক স্ট্যান্ড। দুর্ভোগে সাধারণ জনগণ।

ঢাকার ধামরাইয়ে কালামপুর থেকে বালিয়া আঞ্চলিক সড়কের মধ্যে মহিশাষী বাসস্ট্যান্ডটি ব্যস্ততম বাসস্ট্যান্ড গুলোর মধ্যে অন্যতম একটি স্ট্যান্ড।

ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড থেকে বালিয়া ও সাটুরিয়া বাসস্ট্যান্ড যাইতে এর মাঝখানে হল মহিশাষী বাজার বাসস্ট্যান্ড এই আঞ্চলিক সড়কের মধ্যে মহিশাষী বাসস্ট্যান্ডটি অত্যন্ত গুরুত্ব পুর্ণ একটি স্ট্যান্ড। কারণ মহিশাষী বাজারে উত্তর আঞ্চলের সকল লোকজন এখানে এসে বাসে উঠে ঢাকায় যাতায়াত করে। সেই জন্য এই স্ট্যান্ডে সর্বক্ষণ লোকজনের আনা গুনাই বরপুর থাকে। আর এই স্ট্যান্ডের ব্রিজের উপর ক্ষমতার প্রভাব খাটিয়ে বসিয়েছে ইজিবাইক স্ট্যান্ড।

ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। এতে বিভিন্ন সময় এই বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনাসহ জ্যামে পড়ে বসে থাকতে হয় সাধারণ যাত্রীদের।
ব্যস্ত এই বাসস্ট্যান্ডে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী উঠানামা করে প্রতিনিয়ত। তবে ব্রিজের উপর ইজিবাইকের স্ট্যান্ডে ফলে যানজটের পড়ে বসে থাকতে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের ।

ইজিবাইকের স্ট্যান্ডের ফলে রাস্তা পারাপার হওয়া কঠিন হয়ে পড়েছে।কারণ ইজিবাইকের কারণে যাত্রীবাহী গাড়ী অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। ফলে সাধারণ মানুষকে পড়তে হয় হুমকির মুখে। তাই এলাকাবাসির দাবি ব্রিজের উপর থেকে অতি তাড়াতারি ইজিবাইক স্ট্যান্ড তুলে দেওয়া।
এই ব্যাপারে মহিশাষী বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান জানান, আমরা প্রতিবাদ করে কোন ফল পায় নাই। উল্টো আমাদের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়। কারণ প্রভাব শালীদের ছত্রছাওয়াই গড়ে উঠা ব্রিজের উপর ইজিবাইক স্ট্যান্ড ।

তিনি আর বলেন আমাদের এই রাস্তা দিয়ে আইন শৃংখলা বাহিনীরা দেখে ও না দেখার ভান করে চলে। কারণ তাদের গাড়ী যখন আসে তখন সব গাড়ী সাইড করে দেয়।

এই ব্যাপারে ইজিবাইক চালক মোঃ আবুল হোসেন বলেন, আমরা গরীব মানুষ ইজিবাইক চালিয়ে কোন রকম সংসার চালায়। কারণ আমরা মহিশাষী বাজারে কোন ইজিবাইক স্ট্যান্ড না পাওয়ার কারণে ব্রিজের উপর গাড়ী রেখে চালাইতেছি। আমরা মহিশাষী বাজার থেকে বাথুলি বাসস্ট্যান্ড পর্যন্ত চালাই।আমাদের একটি স্ট্যান্ড হলে ব্রিজ থেকে চলে যাব।

এই ব্যাপারে সওজ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আতিকুল্লা ভুইয়া জানান,বিষয়টি সর্ম্পকে আমি অবগত নয়। তবে শিঘ্রই ব্রিজের উপর থেকে ইজিবাইক স্ট্যান্ড উচ্ছেদ করা হবে।

যশোরের নাভারনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজনীন আক্তার তৃষা (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

নাভারন যাদবপুর নামক স্থানে সোমবার সকালে এ ঘটনা ঘটে। তৃষা শার্শা উপজেলার নাভারনের যাদবপুর গ্রামের আবু জাফরের মেয়ে।

মৃত তৃষার মা জানান, আমার মেয়ে সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুক্ষন পরে আমার কাছে সংবাদ আসে আমার মেয়ে আর নেই।

এলাবাসী জানান, তৃষার মায়ের সাথে কথা কাটাকাটি করে অভিমানে সকালে স্কুলে যাওয়ার পথে আত্মহত্যা করে।

সকাল সাড়ে ৯টায় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি নাভারনে আসার সময় ১০টার দিকে তৃষা ট্রেনটির সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিআরপি পুলিশের এসআই আব্দুল আলিম আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।

সর্বশেষ আপডেট...