34 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ত্রাণ বিতরণে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ত্রাণ ও দুর্যোগ প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান

ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটিতে তাকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন সারা দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না দেশের অহসায় ও দুস্থদের মাঝে সরকার বিনামুল্যে ঘর নির্মাণ করে দেবে ইতি মধ্যে দেশের ৬৪টি জেলায় ৬৪ হাজার ঘর নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানে এখন শীত চলছে ত্রাণ মন্ত্রণালয় থেকে সারা দেশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠা চেয়ারম্যান মকবুল আহমেদ,ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান আহসানুল হক টিটুসহ আরো অনেকে।

বাকশক্তি হারিয়ে ফেলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ।

ঢাকা, ১৯ জানুয়ারি- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থার অবনতি হয়েছে। আগামীকাল তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। এরশাদের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরশাদ ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছেন। তিনি খেতে পারছেন না, হাটা চলাও করতে পারছেন না। এমনকি বাকশক্তিও হারিয়ে ফেলেছেন। কিছুই মনে করতে পারছেন না।

এ কারণেই আগামী রোববার রশাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন, গত নভেম্বর থেকেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন এরশাদ। এটা ছিল বার্ধক্যজনিত অসুস্থতা। এইসময়ে তিনি সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। এরপর এরশাদ ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে তার শরীর আরো দুর্বল হতে থাকে। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান হুইল চেয়ারে করে।

এরপর এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালের নেয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরাও সিঙ্গাপুরের চিকিৎসকদের মতোই খুব বেশি কিছু করার নেই বলেই মন্তব্য করেন। চিকিৎসার পরিভাষায় এটাকে বলা হয় বার্ধক্যজনিত রোগ। গত কয়েকদিন ধরেই এরশাদের ক্ষুধা মন্দা বেড়েই চলছে।

উল্লেখ্য, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি এরশাদ জন্মগ্রহণ করেন। এ বছর তিনি নব্বইয়ে পা দেবেন। নয় বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা এই সামরিক একনায়ককে ‘স্বৈরাচারী শাসক’ হিসেবে অভিহিত করা হতো। ৯০ এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এরশাদ কিছুদিন কারাবরণ করলেও বাংলাদেশের রাজনীতিতে তিনি এখন পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

নোয়াখালীতে এবার ৩ সন্তানের জননীকে গণধষর্ণের অভিযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চার সন্তানের জননীকে গণধর্ষণের রেশ না কাটতেই এবার কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন ওরফে জহির নামে স্থানীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্যাতিতা নারী বাদী হয়ে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম উল্লেখ করে আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে কবিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। গ্রেফতার হওয়া জহির একই এলাকার এনামুল হকের ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান সাংবাদিকদের বলেন, ‘নির্যাতিতাকে আজ (১৯ জানুয়ারি) দুপুরে তার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন ওরফে জহির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জহিরকে আগামীকাল রোববার (২০ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।’

নির্যাতিতা নারী বলেন, ‘আমার স্বামীকে গত ২৩ ডিসেম্বর বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে পরে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠান। বর্তমানে ঘরে তিনি, তার মা ও তিন সন্তান রয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে সিঁধ কেটে দেশীয় অস্ত্র নিয়ে সাতজন তার ঘরে ঢোকে। তাদের মধ্যে চারজনের মুখ বাঁধা ও তিনজনের মুখ খোলা ছিল। তারা ঘরে ঢুকে প্রথমে থানা থেকে এসেছে বলে তার স্বামীকে খুঁজতে থাকে। পরে আমাকে ও আমার এক মেয়েকে বেঁধে ফেলে। অস্ত্র ঠেকিয়ে তিনজন ধর্ষণ করে এবং ৬০ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার নিয়ে যায়।’

চলতি মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ডা. আবুল কালাম আজাদ

সারাদেশে বহুল আলোচিত ভিটামিন-এ ক্যাম্পেইন চলতি মাসেই অনুষ্ঠিত হবে। রাতকানা রোগ প্রতিরোধে জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় আজ (শনিবার) দেশব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর দিনক্ষণ নির্ধারিত ছিল।

কিন্তু শেষ মুহূর্তে ভারতের একটি কোম্পানি থেকে আমদানিকৃত ভিটামিন-এ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্মসূচিটি স্থগিত করে। নিয়মিত চলমান জাতীয় এই কর্মসূচি হঠাৎ স্থগিত হওয়ার পর থেক এ নিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশিত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আজ (শনিবার) দুপুরে সাংবাদিক দের সঙ্গে আলাপকালে জানান, ভিটামিন-এ নিয়ে অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চলতি মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তাদের ভিটামিন-এ ক্যাপসুলের সরবরাহ রয়েছে।

তিনি জানান, জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় প্রতিবছর দু’বার দুই রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন–এ ক্যাপসুল খাওয়ানো হয়। মূলত রাতকানা রোগ প্রতিরোধের জন্য ১৯৯৪ সাল থেকে দেশের শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।

তিনি আরও জানান, ভারতীয় প্রতিষ্ঠানের ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাই তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে না। দেশীয় প্রতিষ্ঠানের সরবরাহকৃত ক্যাপসুল দিয়ে এই প্রচারাভিযান চলবে বলে মন্তব্য করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটের ড্রেন সংস্কার না করায় সাধারন জনগণের জন দূর্ভোগ

ঠাকুরগাঁও সদর উপজলার গড়েয়া বাজারে প্রধান সড়ক পুরাতন সোনালী ব্যাংক হতে ইলেকট্রনিক্স মার্কেটের সামনে সরকারি ড্রেন সংস্কার না করার কারনে ড্রেনের ময়লা পানিতে বেহাল দশা ও সাধারন জনগণের জন দূর্ভোগ।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট উত্তর বঙ্গের নামকরা বড় হাট গুলোর মধ্যে একটি বড় হাট। প্রতি বছরে প্রায় এক কোটি টাকা ডাক হয়। সপ্তাহ রবি ও বুধ বার হাট বসে বাকি পাঁচ দিন চলে দৈনিক বাজার।

গড়েয়া হাটটি কৃষি ভিত্তিক হাট হওয়ার কারনে প্রতিদিনই বিভিন্ন জেলা উপজেলার ও বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রায় লক্ষাধিক লোক সমাগম ঘটে এই বাজারে কিন্তু হাটের ড্রেন থাকার পরেও শুধু মাত্র সংস্কারের অভাবে সারা বছর হোটেলের ময়লা দূষিত পানি জমে থাকে। যার ফলে পথচারী ও দোকানদারদের স্বাস্থ্যের ও চলাচলে জন্য বিপদের কারন হয়ে দ্বারায়। ময়লা ও দূষিত পানি জমে থাকার ফলে বিভিন্ন সময় ঘটে নানা রকমের সড়ক দূর্ঘটনা। স্কুল, কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীরাও পরে নানা রকমের সমস্যায়।

স্থানীয় ব্যবসায়ী মনছুর আলী ও নূরনবী ,ইউসুফ আলী,মোয়াজ্জম হোসেন সাংবাদিকদের জানান ড্রেন পরিস্কারের জন্য সরকারি ভাবে বাজেট থাকলেও কাজে তা কখনো সরজমিনে বাস্তবায়ন দেখা যায়নি। বছর বছর এভাবে পানি জমে থাকার কারনে সরকারি ড্রেন সহ জনসাধারনের চালাচলের রাস্তা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার জনগনের সুবিধার জন্য এত সুন্দর করে ড্রেন করেছে কিন্তু শুধু মাত্র ঠিক মত সংস্কার এর অভাবে তা আজ জন দূর্ভোগে পরিনত হয়েছে।

আমরা গড়েয়া হাটের ব্যবসায়ী ও সাধারন জনগন যথাযথ কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছি, সেই সাথে সরকারী ড্রেন গুলো পরিস্কার ও সংস্কারের দাবী জানাচ্ছি।

ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লু’তে, অন্তত ৪০ জনের মৃত্যু।

ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজার। বিদেশি পর্যটকে মুখরিত থাকা রাজস্থানে এ প্রাদুর্ভাব বড় আকারে শুরু হলেও দিল্লির মতো স্থানেও সোয়াইন ফ্লুতে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। সাধারণত শীতকালে ভারতের পশ্চিম ও উত্তরের এলাকায় এ রোগের প্রাদুর্ভাব বাড়ে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সহযোগী ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোয়াইন ফ্লু প্রথম দেখা যায় শুকরের মধ্যে। পরে এতে সংক্রমিত হয় মানুষ। মারাত্মক সংক্রামক এ রোগের ভাইরাস আক্রান্তের শরীর থেকে অন্যদের আক্রান্ত করতে পারে। আনুষ্ঠানিকভাবে এর নাম ‘এইচ ওয়ান এন ওয়ান।’

উত্তর আমেরিকায় প্রাথমিকভাবে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ২০০৯ সালে সোয়াইন ফ্লুর বিষয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করে। ২০১০ সাল থেকে একে একটি মৌসুমি ভাইরাস জনিত রোগ হিসেবে দেখা হয়। গত বছর ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিল প্রায় ১৫ হাজার মানুষ। আর মারা গিয়েছিল এক হাজার ১০০ জন।

এ বছর আবার সোয়াইন ফ্লু দেখা দেওয়ার প্রেক্ষিতে গত শুক্রবার রাজস্থান স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারির এক থেকে ১৭ তারিখ পর্যন্ত সেখানে ৪০ জন প্রাণ হারিয়েছেন এবং এক হাজার ৩৬ জন আক্রান্তকে চিহ্নিত দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে গত বৃহস্পতিবার সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজস্থান সিদ্ধান্ত নিয়েছে, চিকিৎসকদের ছুটিতে যাওয়ার আগে আগাম মঞ্জুরি নিতে হবে। ঘরে ঘরে গিয়ে আক্রান্তদের চিহ্নিত করার কর্মসূচও হাতে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে তারা। ইতোমধ্যে রাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তারা জনসচেতনতামূলক কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে পরীক্ষা করেছেন।

পুরো রাজস্থানে যোধপুর জেলাতেই সোয়াইন ফ্লুর কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে; ১৬ জন। ২২৫ জন সেখানে আক্রান্ত। রাজস্থান ও দিল্লিসহ ভারতের উত্তর ও পশ্চিম দিকে সাধারণ ডিসেম্বর ও জানুয়ারিতে শীত পড়ার সময় সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব বাড়তে দেখা যায়। সোয়াইন ফ্লুতে আক্রান্ত আলোচিত ব্যক্তিদের একজন অমিত শাহ। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি।

জীবন দিয়ে হলেও ভোটের মর্যাদা রক্ষা করব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে আস্থা এবং বিশ্বাস নিয়ে জনগণ আমাকে ভোট দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে; জনগণের সে মর্যাদা আমি রক্ষা করব। প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও ভোটের মর্যাদা রক্ষা করব।’

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকেলে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি কী পেলাম না পেলাম তার চেয়ে আমি কী দিতে পারলাম সেটাই বড় কথা। দেশের জনগণ আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে ভোট দিয়েছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলব।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশের মানুষ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে। ওয়াদা করছি, দুর্নীতি, জঙ্গি, মাদক ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ জাতিকে উপহার দেব। আমি সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চাই। আমার গ্রাম হবে আমার শহর। গ্রামে শহরের সব সুযোগ সুবিধা থাকবে। তৃণমূল পর্যায়ে মানুষের উন্নত জীবন গড়াই হবে প্রধান লক্ষ্য।’

এ সময় কবি সুকান্তের ভাষায়-এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী মোহাস্মদ নাসিম, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাউসার ও যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অভিনন্দনপত্র তুলে দেন তিনি।

দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিজয় সমাবেশের কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মমতাজ বেগম, ফাহমিদা নবী, সালমা ও জলের গান ব্যান্ড।

সমাবেশ শুরুর আগে সকাল থেকেই মাইকে দেশাত্মবোধক, পল্লীগীতি, ভাওয়াইয়া গান বাজানো হয়। মাঝে মধ্যে কবিতাও আবৃতি করা হয়।

ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে ঐক্য নেই -সাভারে তথ্য মন্ত্রী

তথ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ চৌধুরী বলেছেন ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে ঐক্য নেই ।

তিনি আজ শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী এসময় আরও বলেন বিএনপি চোখ থাকিতেই অন্ধ তাই তাদের অন্ধত্ব দুর করা যায় না বিএনপি বলে দেশে কোন উন্নয়ন হয়নাই কিন্তু তারা আওয়ামীগ সরকার যে ফ্ল্যাইওভার বানিয়েছে সেই ফ্ল্যাই অভার দিয়ে যাতায়াত করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে আর বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে অসুস্থ ধারার রাজনীতি করে জানিয়েছে মন্ত্রী আরও বলেন দেশের মানুষ আওয়ামী লীগকে চারবার ক্ষমতায় বসিয়েছে তাই দেশের মানুষদের সাথে নেতাকর্মীদের কোন খারাপ আচরণ করা যাবে না।

সাভারের ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৃতীয় বারের মত এ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা ২ আসনের সংসদ্য নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ আরো অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশ গ্রহনে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সাভারের হেমায়েতপুরে এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তী পালন।

সাভারের হেমায়েতপুরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ছয় পেরিয়ে সাতে পদার্পণ-সবার সাথে এশিয়ান টেলিভিশন। টিভির শুভ এই জন্ম দিন উপলক্ষ্যে সিংগাপুর-খ্যাত হেমায়েতপুর দর্শক ফোরাম আনন্দ র‌্যালী,কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

র‌্যালীটি হেমায়েপুরের লালন টাওয়ার থেকে শুরু হয়ে বিজয় চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনবান্ধব জন নেতা ফখরুল আলম সমর। পরে কেক কাটা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সাংবাদিক ও কলামিষ্ট শামসুল হক বাবু ,এশিয়ান টিভির সাংবাদিক আহসান উল্লাহ, নিজাম আহমেদ মেম্বার, শেখ মো: আলতাফ হোসেন,মোহনা টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন,সাংবাদিক পার্থচক্রবর্তী, এশিয়ান টিভির দর্শক ফোরামের সদস্য সহ স্থানীয় সব শ্রেণী পেশার মানুষ।

এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশিদ এর দীর্ঘায়ু কামনা ,দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এশিয়ান টিভি সব মানুষের সুখ-দু:খের কথা বলবে এমনটাই প্রত্যাশা করছেন সাভারবাসী।

রাজশাহীতে এশিয়ান টিভি ৬ষ্ঠ জন্মদিন পালন

আজ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূতি
একই সঙ্গে এশিয়ান রেডিও-৯০.৮ এফএমেরও জন্মদিন পালিত হচ্ছে অাজ।
এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর পদ্মা কফিবারে রাজশাহীর এশিয়ান টিভির সাংবাদিকদের নিয়ে
এক জমকালো অনুষ্ঠানের অায়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফুল দিয়ে সাদরে গ্রহন করা হয় রাজশাহী
অাওমীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার
ইফতেখার অালম, সিনিয়র সহকারী ডিবি কমিশনার বজলুর করিমকে। পরে এশিয়ান টিভির লোগো সম্মোলিত এক
বিশাল অাকারের কেক কেটে সবাই মিলে অানন্দ উল্লাস করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
রাজশাহী অাওমীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ
কমিশনার ইফতেখার অালম, সিনিয়র সহকারী ডিবি কমিশনার বজলুর করিম
এশিয়ান টিভির স্টার্ফ রির্পোটার অাখতার রহমান,এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি মোঃ আবু কাওসার
মাখন, ক্যামেরাপারসন মোঃ সাজ্জাদ হোসেন, রাজশাহীর সিনিয়র সাংবাদিক সুজাউদ্দীন ছোটন,
বাংলা ভিশন টেলিভিশনের ষ্টার্ফ রির্পোটার অাদিত্য দাদা,দৈনিক রাজবার্তা প্রত্রিকার নিজেস্ব প্রতিবেদক
সোমেন মন্ডল, জয়যাত্রা টিলিভিশনের মোঃ সামসুল ইসলাম, এটি এন বাংলার ক্যামেরাপারসান এমডি মুরাদ,
দৈনিক প্রভাতী খবরের সাংবাদিক অাল – অামিন, বিডি নিউজের সাংবাদিক সাবিত রনি, দৈনিক রাজশাহীর
অালো- সাংবাদিক ফরিদ অাহমেদ অাবির, দৈনিক উপচার ফায়সাল টকি, রায়হান অালম ও বোয়ালিয়া থানার
কর্মকর্তাবৃন্দ।

এশিয়ান টিভি ও রেডিওকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন। নানা অঙ্গনের তারকা ও গুণী
ব্যক্তিত্বরা। দর্শকদের বিনোদনে মাতিয়ে রাখতে এশিয়ান টিভি পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে বিভিন্ন
সাংস্কৃতিক অনুষ্ঠান। এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোটার আখতার রহমান ও রাজশাহী প্রতিনিধি মোঃ অাবু
কাওসার মাখন ছয় বছরে পা রাখার পেছনে সহযোগিতা-সমর্থনের জন্য এশিয়ান টিভি ও রেডিওর দর্শক-
শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও ক্যাবল অপারেটরদের ধন্যবাদ জানিয়েছেন ।

সর্বশেষ আপডেট...