28 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি জানিয়েছেন সেখানকার ভোটাররা।

সারাদেশে ৬টি নির্বাচনী আসনে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। তারমধ্যে ঢাকা-৬ ও ঢাকা-১৩ আসনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে। ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা হয়নি এবং সে পদ্ধতিতে ভোট দিতে পেরে তারা খুশি বলে জানিয়েছেন সেখানকার ভোটাররা।

৪০ বছর বয়সী ভোটার নুরুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, এই নিয়ে আমি ৪ বার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি। তবে এবারই প্রথম ইভিএমে ভোট দিলাম। ভোট দিয়ে আমি খুশি। ইভিএমে ভোট দিতে কোন ঝামেলা নাই।

প্রথম বারের মতো ভোট দিলেন স্থানীয় তরুণী সুইটি। তিনি বলেন, ভোট দিতে পেরে আমার ভালো লাগছে। প্রথম ভোট, প্রথমবারের ইভিএমে, ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। ভোটের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

ঢাকা ১৩ আসনের পিসি কালচার হাউজিং পাবলিক স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল বাছেদ জানান, ঠিক আটটাই তারা ভোট গ্রহণ শুরু করেন। কেন্দ্রে নৌকা ও হাতপাখা প্রতীকের পোলিং এজেন্ট পাওয়া গেলেও অন্যকোন প্রতীক বা দলের এজেন্টকে পাওয়া যায় নি। কেন্দ্রের নিরাপত্তায় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও আনসার সদস্য রয়েছেন।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো-ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসন।

আমি আশাবাদী নৌকার জয় হবেই হবে .প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আশাবাদী নৌকার জয় হবেই হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই দেশের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক আমরা অবশ্যই তা মেনে নেব।

রোববার সকাল ৮টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি এইমাত্র ভোট দিয়ে আসলাম। আমি আশা করি নৌকার জয় হবেই। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার জয় হবে। স্বাধীনতার সপক্ষের শক্তির জয় হবে। বাংলাদেশের লোক স্বাধীনতার পক্ষে নৌকার পক্ষে ভোট দেবে। বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে সেই উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত রাখতেই বাংলার জনগণ নৌকা মার্কায় ভোট দেবেন এবং আরেকবার সেবা করার সুযোগ দেবেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আরেকবার দেশের সেবা করার সুযোগ পেলে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে আরও উন্নত করতে সক্ষম হব। তিনি বলেন, ‘ আমি মনে করি নৌকার জয় হবেই হবে, জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।’

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানের নির্বাচনী পরিবেশ মনিটরিং করেছি। তিনি জানান, গতকাল আওয়ামী লীগের চারজন কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নোয়াখালীতে বিএনপির এক নেতা প্রার্থীর নেতৃত্বে ব্যালটবাক্স ছিনতাই করেছে। গত কয়েকদিনে আওয়ামী লীগের উপজেলা-সভাপতিসহ ১০ জনকে হত্যা করা হয়।

তিনি বলেন, আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণ মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে যেই দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় অাসার পর দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে।

এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। তারাও একই কেন্দ্রে ভোট দেন।

কেন্দ্রের পরিবেশ এখনও শান্তিপূর্ণ।

ঠাকুরগাঁওয়ে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল সাড়ে ৮টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, কেন্দ্রের পরিবেশ এখনও শান্তিপূর্ণ। নির্বাচন সুষ্ঠু হলে ঐক্যফ্রন্টই জয়ী হবে।

ভৈরবে ভোট কেন্দ্রে বিএনপি কর্মীদের হামলা-ভাঙচুর

কিশোরগঞ্জ ছয় আসনের দুটি কেন্দ্রে বিএনপি কর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

জেলা পুলিশ জানায়, রোববার( ৩০ ডিসেম্বর ) রাত সাড়ে বারোটার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রশাদ ইউনিয়নে নয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির অর্ধশত নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় ব্যালট বাক্স ভাঙচুর এবং ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালায়।

এ সময় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসারের কর্মীরা হামলাকারীদের ঠেকাতে ৩০ রাউন্ড শটগানের গুলি এবং ৫ রাউন্ড পিস্তলের গুলি বর্ষণ করে। এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপির দুই কর্মী আহত হয়েছে বলে দাবি জানিয়েছে তারা। এছাড়া একই উপজেলার আরেকটি আসনে হামলার চেষ্টা হলে তাদের ধাওয়া দিয়ে চাড়িয়ে দেয়া হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

চট্টগ্রামের পটিয়ায় দ্বীন মোহাম্মদ (২৮) নামে এক যুবলীগ কর্মী খুন ।

একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় চট্টগ্রামের পটিয়ায় দ্বীন মোহাম্মদ (২৮) নামে এক যুবলীগ কর্মী প্রাণ হারিয়েছেন। তিনি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে নিহত দিল মোহাম্মদ কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের দাবি, ওই ব্যক্তিকে বিএনপি-জামায়াতের লোকজন কুপিয়ে হত্যা করেছে। তবে বিএনপি বলছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও টাকা ভাগাভাগি নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এদিকে পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, গুরনখাইন এলাকায় শনিবার রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা দ্বীন মোহাম্মদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা সাইফুর রহমান মামুন সাংবাদিকদের বলেন, রাতে আমাদের একটি বৈঠক ছিল। সেখান থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপির কর্মীরা ধারালো অস্ত্র ও ইট-পাথর দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে দ্বীন মোহাম্মদ মারা যান।

সাভার উপজেলার দুই’শ ৮৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

সাভার উপজেলার দুই’শ ৮৯ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। শনিবার সকাল থেকে সাভারের ঐহিত্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয় বলে জানিয়েছে সাভার উপজেলা সহকারী রিটার্ণিং কর্মকর্তা শেখ রাসেল হাসান।
তিনি জানান সাভার উপজেলার ঢাকা ১৯ আসনে ৭ লক্ষ ৪৭ হাজার ৩ শো’ পাঁচ জন ভোটার আগামীকাল তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন এনিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহনী নিরাপত্তা চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালাচ্ছে।
এছাড়া আগামীকাল বহুল প্রত্যাশীত একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় সাভারে ভোটারদের মাঝে উৎসব মুখর আমেজ বিরাজ করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে মন্তব্য হেলালুদ্দীন আহমদ ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে মন্তব্য করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।

শুক্রবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া কক্ষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে প্রায় ৭ লাখ নিরাপত্তা সদস্য। এছাড়া বেসামরিক কর্মকর্তা, পর্যবেক্ষক, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত থাকবেন। আশা করি, নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। পোলিং অফিসাররা সকাল ৮টার আগেই প্রিজাইডিং অফিসারের কাছে নিয়োগপত্র দেখাবেন। এসব বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে ইসি ব্যবস্থা নেবে।

তিনি জানান, ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোনো যান্ত্রিক যানবাহন চলবে না। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি গাড়ি, সেবা সংস্থা যেমন ফায়ারসার্ভিস, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র পরিবাহী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে ভোটাররা চাইলে সঙ্গে মোবাইল ফোন বহন করতে পারবেন তবে ভোটকেন্দ্রের ভেতরে তা সুইচ অফ রাখতে হবে। সারা দেশে ভোট কেন্দ্রের জন্য এসএমএসের মাধ্যমে ভোটার এলাকা, ভোটার কেন্দ্র ও কেন্দ্রের নম্বর পাওয়া যাবে। শনিবার থেকে এ সেবা চালু হবে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোট দেয়ার জন্য পোস্টাল ব্যালটের আবেদন করেছেন কিনা তা জানা নেই। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বলতে পারবেন।

ফলাফল ঘোষণার প্রক্রিয়ার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রেই ফলাফল ঘোষণা হবে। প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে কেন্দ্রেই ভোট গণনা করবেন। এ সময় সহকারী রিটার্নিং, প্রার্থীর এজেন্টেরা উপস্থিত থাকতে পারবেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার লিখিত ফলাফল সংশ্লিষ্টদের সরবরাহ করবেন। পরে এ ফলাফল রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। রিটার্নিং অফিসাররা তা ইসিতে পাঠাবেন। ইসির ফোয়ারা প্রাঙ্গণে স্থাপিত মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এ চত্ত্বরে ইসি দশটি মনিটরের মাধ্যমে ফলাফল প্রদর্শন করবে।সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাফনের কাপড় নিয়ে কেন্দ্রে থাকবে হাতপাখার কর্মীরা ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ (সদর) আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সিইসি স্বীয় দায়িত্বের স্থান ভুলে গিয়ে আওয়ামী লীগের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। এই কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা জনগণ বুঝতে পেরেছে।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। যদি কেউ এতে বিঘ্নতার চেষ্টা করে, তাদের সমুচিত জবাব দেয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমার হাতপাখার নেতাকর্মীরা ইতিপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছে। তারা যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলা করার জন্য কাফনের কাপড় সঙ্গে নিয়ে কেন্দ্রে অবস্থান করবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগের ভোট কারচুপি করার ইচ্ছা থাকে তবে নির্বাচন দেয়ার কি প্রয়োজন ছিল। ঘোষণা দিয়ে আবারও ক্ষমতা গ্রহণ করলেই তো হতো। একটি নির্বাচনে প্রতিটি প্রার্থীর যে কত টাকা খরচ হয়, এগুলোর কী প্রয়োজন ছিল। এসব আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজনই ছিল না। আর কয়দিন। তাদের জেনে রাখার উচিৎ পৃথিবীতে কোনো জালিম শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং আওয়ামী লীগেরও সময় ফুরিয়ে আসছে। তাদের এখন সংযত হওয়া উচিত।

মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন : ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুরের বহুতল ভবনে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।মৃতদের পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন- সুনীতা যোশী (৭২), ভালচন্দ্র যোশী(৭২), সুমন শ্রীনিবাস যোশী(৮৩) , সরলা সুরেশ গাঙ্গর (৫২) এবং লক্ষণ প্রেমজি গাঙ্গর (৮৩)।

সারগাম সোসাইটি নামে একটি আবাসনের ‘বি’ উইং থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গেছে। রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ১৫টি ইঞ্জিন। পাশাপাশি আবাসনে আটকে পড়া বাসিন্দাদেরও বের করে নিয়ে আসার কাজ শুরু হয়।উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হলেও রাস্তাতেই তাদের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা চলছে আরও একজনের। ধোঁয়ার কারণেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান সিলিন্ডার গ্যাস থেকে আগুন লেগেছে। একই সঙ্গে আবাসনের আগুন নেভানোর ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের বাণিজ্যিক রাজধানীতে। গত সপ্তাহে হোটেল ট্রাইডেন্টের পাশের একটি শোরুমে আগুন লেগে যায়। তাছাড়া ডিসেম্বর মাসের ১৭ তারিখ আগুন লাগে আন্ধেরির একটি হাসপাতালে। শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়।

আগামী পরশুদিন ভোট বিপ্লব নিশ্চিত হবে ।রুহুল কবির রিজভী

সারা দেশে বিএনপি নেতা-কর্মীরা চরম নির্যাতনের শিকার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের দখলদারির জন্যই সেনাবাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

শুক্রবার( ২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘গায়েবি ও মিথ্যা মামলার সংখ্যা ৮৪৪টি, মোট হামলার সংখ্যা ২৮৪৪ টি। মোট আহতের সংখ্যা ১৩ হাজার ২৫২ জন। মৃতের সংখ্যা ৯ জন। বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হয়েছে। আর প্রতিরোধের সামনে সন্ত্রাসীরা পালাবে। আগামী পরশুদিন ভোট বিপ্লব নিশ্চিত হবে।’

সর্বশেষ আপডেট...