26 C
Dhaka, BD
সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

কালিয়াকৈরে ঘুমন্ত স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দিল স্বামী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে যৌতুক না দেয়ায় ঘমন্ত অবস্থায় বিউটি আক্তার (২২) নামে এক গৃহবধূর শরীরে গরম তেল ঢেলে পুরো শরীর ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় গৃহবধূ বিউটির ভাই হাসান মোল্লা বাদী হয়ে সোমবার বিকেলে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন । অভিযুক্ত ব্যক্তি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার জগতলা এলাকার মো. মফিজ মিয়ার ছেলে মো. মাসুদ সরকার (২৭)।

থানায় দায়ের করা মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর আগে মাসুদ দম্পতির বিয়ে হয়। তারপর থেকে মাসুদ ও তার স্ত্রী বিউটি কালিয়াকৈর উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকায় কাদের সিকদারের বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন। বিবাহের পর থেকেই বিউটির স্বামী মাসুদ ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে বিভিন্ন সময় বিউটিকে শারিরিক ও মানষিক নির্যাতন করে আসছিল ।

এঘটনার এক পর্যায়ে স্বামী মাসুদসহ তার পরিবারের লোকজনদের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ সিরাজগঞ্জে মামলা দায়ের করেন বিউটি। এরপর মাসুদ কিছুদিন আগে এলাকার গণ্যমান্য লোকজনের মাধ্যমে বিউটির সাথে আপোষ করে পুনরায় সংসার শুরু করেন। তবুও বিউটির জ্বালা-যন্ত্রণা কমেনি। সেই যৌতুকের টাকার জের ধরে গত শুক্রবার মাঝরাতে

মাসুদ সয়াবিন তেল গরম করে ঘুমন্ত বিউটি আক্তারের মুখসহ সারা শরীরে ঢেলে দেয়। এসময় বিউটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে পাষান্ড স্বামী মাসুদ পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে বিউটিকে

মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে

বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মাসুদ সরকার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রথম বাংলাদেশী ফাহিম , আমেরিকা থেকে রেজিস্ট্রার্ড বিহেভিওর টেকনিশিয়ান সার্টিফিকেট অর্জন

বিশেষ প্রতিবেদক : উচ্চ শিক্ষা নিতে বাড়ির আঙ্গিনা ছেড়ে জেলা ও দেশ পাড়ি দেয়া নতুন কিছু নয়। তবে, দেশের গন্ডি পেরিয়ে বিদেশী নামী দামি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিতে হলে পোড়াতে হয় অনেক কাঠখড় । বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা অর্জনে বাংলাদেশী শিক্ষার্থীদের রয়েছে অনেক সুনাম।

তবে, সুদূর আমেরিকা থেকে উচ্চ শিক্ষা অর্জনকারীদের মধ্যে বাংলাদেশের আমীরুল ইসলাম ফাহিম ব্যতিক্রম। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে আমেরিকা থেকে রেজিস্ট্রার্ড বিহেভিওর টেকনিশিয়ান সার্টিফিকেট অর্জন করেন।

২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে  স্নাতকোত্তর শেষ করে ফাহিম বর্তমানে USA তে International Fellow হিসেবে একটি ফেলোশিপ প্রোগ্রামে আছেন। এর আগে তিনি বাংলাদেশে Behavior Therapist হিসেবে আড়াই বছর কর্মরত ছিলেন। কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব বড় ভেওলায় বেড়ে উঠা ফাহিমের পিতা নূর মোহাম্মদ ও মাতা খালেদা পারভীন। সাত ভাই-বোনের মাঝে তিনি ষষ্ঠ।

বিদেশ থেকে উচ্চ শিক্ষা সম্পর্কে ফাহিম জানান, প্রথম বাংলাদেশী হিসেবে Certified RBT হতে পেরে তিনি  অত্যন্ত আনন্দিত। তার উচ্চ শিক্ষার বিষয় নিয়ে তিনি জানান, RBT বা Registered Behavior Technician হলো Applied Behavior Analysis বা ABA therapy এর  ওপর International Professional Certification. যা শুধুমাত্র USA এর Behavior Analysts Certification Board (BACB) দিয়ে থাকে। যারা ABA থেরাপি নিয়ে কাজ করছেন তাদের এই বোর্ডের মাধ্যমে Certified হতে হয়। এই বোর্ডের একটি অন্যতম উদ্দেশ্য হল ABA Therapy এর Proper Practice করা, Malpractice এর কারণে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা এবং Ethical Standards বজায় রাখা। RBT কে অবশ্যই একজন সুপারভাইজার এর মনিটরিং এ কাজ করতে হবে। তারা সরাসরি ক্লায়েন্টের সাথে থেরাপি সেশন নিয়ে থাকেন।

গত আগস্ট ২০২১ তারিখ হতে ফাহিম Anderson Center for Autism হতে এই কোর্সের জন্য নিবন্ধন করেন। দীর্ঘ কোর্স ওয়ার্কের পর এপ্রিল ২০২২ এ পরীক্ষার মাধ্যমে কোর্সটি সম্পন্ন হয়।

এই Certification এর জন্য অনেক গুলো ধাপ পার করতে হয়। যেমন, ABA Therapy এর ওপর ৪০ ঘন্টার কোর্স ওয়ার্ক সম্পন্ন করতে হয়। এরপর একজন Board Certified Supervisor বা Board Certified Behavior Analysts (BCBA) তার Competency Assessment Exam নিয়ে তার ABA এর ওপর জ্ঞান যাচাই করে বোর্ড পরীক্ষার জন্য অনুমতি দেন। এরপর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হলে RBT Certificate প্রাপ্ত হন এবং RBT হিসেবে কাজ করতে পারেন।

RBT করার পর Certified Professional হিসেবে ABA Therapy Provide করতে পারবেন। যা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও তাদের পরিবারকে সঠিক সাপোর্ট প্রদান করবে।

Autism এবং অন্যান্য Developmental Disability বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য ABA Therapy কে এক কথায়  “Gold Standard” Treatment বলা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে একটি শিশুর “Quality of Life” এর improve করা। Quality of life improve করা মানে এই নয় যে একটি শিশু শুধু সারাটা সময় চেয়ার টেবিলে বসে কাজ করবে। তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি, একান্ত নিজের কাজটা নিজে করতে পারা, নিজের আবেগ এবং অনুভূতি সুন্দর ভাবে প্রকাশ করা, নিজের যা যখন দরকার সেই জিনিসটা যাতে শিশুটি চেয়ে নিতে পারে অর্থাৎ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি,  এসব নানান দিকে RBT রা কাজ করে থাকেন। যে সকল Behavior শিশুদের Learning Process কে বাধাগ্রস্থ করে তা মিনিমাইজ  করে শিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত করা RBT এর মূল কাজ।

USA এর অর্গানাইজেশন Anderson Center for Autism বিশ্বের বিভিন্ন দেশে অটিজম নিয়ে কাজ করছেন এমন Professional দের Fellowship Program এর মাধ্যমে অটিজম এর ওপর প্রশিক্ষণ দেয়। বাংলাদেশের ফাহিম এই প্রোগ্রামে International Fellow হিসেবে আসেন এবং তাদের RBT Certification এর জন্য দিকনির্দেশনা নিয়ে RBT Certified হন। এই প্রশিক্ষণ শেষ করার পর দেশে ফিরে অর্জিত জ্ঞান যথাযথ কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানান ফাহিম। যা Autism এবং অন্যান্য Developmental Disability বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের জন্য আরো উন্নত সাপোর্ট দেয়ার সুযোগ তৈরী করবে।

ফাহিমের আশা, তার এই সফলতা আরো বাংলাদেশীদের এই ধরনের আন্তর্জাতিক মানের কোর্সের মাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে আগ্রহী করবে।

রাণীশংকৈলে সড়ক উঠেই দুর্ঘটনায় প্রাণ  হারালেন বৃদ্ধ

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৫ মে) সকালে নেকমরদ-বালিয়াডাঙ্গি  পাকাসড়কে সোলায়মান আলী (৬৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

এদিন সকালে ওই সড়কে  ঈদগাঁও বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোলায়মান আলী চন্দনচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে সোলায়মান বাজারে যাবার উদ্দেশ্যে  বাড়ি থেকে বেরিয়ে পাকা সড়কে উঠতে গেলে বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রুতগামী কোচ এসে তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মেও ওসি জানান।

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রেলওয়ে ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা প‌ড়ে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত‌্যু হ‌য়ে‌ছে। স্টেশনে রেলের চাকার নীচে নিহত বৃদ্ধার দেহ তিন টুকরো উদ্ধার করা হয় ।

শনিবার (১৪ মে) দুপুর ১ টায় পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেন ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।। মৃত বৃদ্ধা সদর উপজেলার বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

স্থানীয় ও নিহতের বড় ছেলে রশিদ জানান আমার ছোট ভাই রবিউলকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আমি ও আমার মা ট্রেনে উঠিয়ে দেয়ার জন্য ট্রেনে উঠি। কিছুক্ষন পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায় ।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়‌টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত কমিটি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

‘কবর থেকে উঠে আসা’ সেই বৃদ্ধার পরিচয় মিলেছে

‘কবর থেকে উঠে আসার’ দাবি করা সেই বৃদ্ধ মহিলার পরিচয় পাওয়া গেছে। তার প্রকৃত নাম শেফালী সরদার। তাকে তার আশ্রয়দাতার কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকালে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে আশ্রয়দাতা সুফিয়া বেগমের কাছে হস্তান্তর করেন। মানসিক ভারসাম্য হারিয়ে শেফালী সরদার খুলনা জেলার দৌলতপুর থেকে পথ হারিয়ে গাইবান্ধায় আসেন।

বৃদ্ধাকে নিতে আসা নব্য মুসলিম সুফিয়া বেগম জানান, শেফালী সরদারের আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তার কোনো ঘরবাড়িও নেই। তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তার নামে প্রতিবন্ধীর কার্ডও দেয়া হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, বৃদ্ধার খবর পেয়ে খুলনার দৌলতপুরের বাসিন্দা সুফিয়া বেগম শুক্রবার সকালে গাইবান্ধা থানায় আসেন। তিনি জানান, বৃদ্ধার নাম বাছিরন বেওয়া নয়। তার নামে বরাদ্দ হওয়া একটি প্রতিবন্ধী কার্ডও প্রদর্শন করেন।
ওসি আরও জানান, সত্যতা নিশ্চিত করার জন্য টেলিফোনে খুলনার দৌলতপুরে সুফিয়া বেগমের গ্রামের চেয়ারম্যান- মেম্বারদের কাছে খোঁজ খবর নেয়া হয়। পরিচয়ের সত্যতা পাওয়ায় সকাল ১০টায় শেফালী সরদারকে সুফিয়া বেগমের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১১ মে) গাইবান্ধা সদর উপজেলায় ৯ মাস আগে মারা যাওয়া বাছিরন বেওয়া নামে ৯২ বছরের এক বৃদ্ধা জীবিত অবস্থায় ফিরে এসেছেন বলে এলাকায় গুজব ছড়ানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই বৃদ্ধার ফিরে আসার বিষয়টিকে গুজব হিসেবেই উল্লেখ করেন স্থানীয়রা। এ ঘটনায় সদরের ডেভিড কোং পাড়ার ওই বাড়িতে ভিড় করে উৎসুক জনতা।

স্বজনরা জানান, প্রায় ৯ মাস আগে ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী বাছিরন বেওয়া মারা যান। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী যথারীতি জানাজা শেষে গাইবান্ধা পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন। সম্প্রতি বাছিরন বেওয়াসদৃশ এক নারীকে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়। এমন খবরে বাছিরন বেওয়ার মেয়ে মাজেদা বেগম ওই নারীকে তার বাড়িতে নিয়ে যান। এ সময় ওই নারীও নিজেকে বাছিরন বেওয়া দাবি করেন।

কিন্তু স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি কীভাবে ফিরে আসবে। এটা গুজব, বাছিরনের মতো দেখতে হলেও আসলে তিনি বাছিরন নন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈরে ৩দিনব্যাপী স্কাউট ক্যাম্প

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে কালিয়াকৈরে অবলোকন মুক্ত রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক প্রশিক্ষণ তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান- ২০২২ শুরু হয়েছে।

কালিয়াকৈরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপকমিশনার (জনসংযোগ ও বিপণন) মীর মোঃ ফারুকের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর জাতী কমিশনার (আন্তর্জাতিক) প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন।

বৃস্টিস্নাত স্কাউট ক্যাম্পে ৪০জন রোভার সহচর ও কর্মকর্তা যোগ দেন। ক্যাম্পটি রোববার শেষ হবে।

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বজনপ্রীতি , দুর্নীতি , ছাত্র শিক্ষকদের মধ্যে কোন্দল তৈরি , সরকারি বিভিন্ন দিবসে চাঁদা আদায় , বাধ্যতামূলক কোচিং করানো ,প্রাইভেট না পড়লে নাম্বার কম দেওয়া,শিক্ষার্থীদের মারপিট করা , অনিয়মের প্রতিবাদী ছাত্রদের মিথ্যা ইভটিজিং এর মামলায় ভয় দেখানো সহ ব্যাপক অভিযোগ পাওয়া গেছে ।

অভিযোগে জানাযায় , উপজেলার সুত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের লেখাপড়ার মান একসময়ে ভাল হলেও বর্তমানে খুব খারাপ অবস্থা বিরাজ করছে। স্কুলের প্রধান শিক্ষক মো. হারিজ আলীর স্বেচ্ছাচারিতা , নানা অনিয়ম ,শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গ্রুপিং করে এক বিশৃঙ্খলার সৃষ্টি করার কারণে বিগত কয়েক বছর যাবত স্কুলের জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার ফলাফল খুবই খারাপ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে ।

স্কুলের শিক্ষার্থীদের পক্ষে মো.জুবায়ের , জাহিদ হাসান ও মানিক বলেন ,কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রধান শিক্ষক মো. হারিজ আলীর বিরুদ্ধে ইংরেজী পাঠদানে সমস্যা , জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে চাঁদা আদায় , সেসন ফি ও করোনা কালিন সময়ে এসাইনমেন্টের নামে অতিরিক্ত টাকা আদায় , শ্রেণি কক্ষে বিষয়ভিত্তিক শিক্ষক না দিয়ে পাঠদান করানো , এস.এস,সির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করে তা রশিদ না দেয়া , কোন সমস্যার কথা বলা হলে উল্টো
শিক্ষার্থীদের বেদম মারপিট করা , ও ইভটিজিং এর মিথ্যা মামলার ভয় দেখানো সহ বিভিন্ন
দুর্নীতির ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

এ ছাড়া স্কুলের প্রধান শিক্ষক মো. হারিজ আলীর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা সদস্যগণ , অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গত দেড় মাসে পৃথক পৃথক ভাবে তিনটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো.আলমগীর হোসেন, দাতা সদস্য মো.লাবিব উদ্দিন ও দাতা সদস্য মো. ছানোয়ার হোসেন মেম্বার স্কুলের দুর্নীতিবাজ ও উশৃঙ্খল শিক্ষকদের দ্রæত অপসারণ করে লেখা-পড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি ।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এব্যাপারে প্রধান শিক্ষক মোঃ হারিজ আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েকজন ছাত্রের উশ্খৃংল আচরণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

রাণীশংকৈলে নীলগাই উদ্ধার অতপর: বিজিবি’র সামনে জবাই করলেন এলাকাবাসি

হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মন্ডলপাড়া এলাকায় গ্রামবাসিরা একটি নীলগাই উদ্ধার করে জবাই করে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় এঘটনাটি ঘটে।

জানা গেছে এদিন সকালে এলাবাসিরা হঠাৎ একটি নীল গায় দেখতে পায়। গাইটিকে ধরার জন্য অনেক ছুটা ছুটি করে। এক পর্যায়ে নীলগাইটি হাঁপিয়ে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। গাইটি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে মরে যেতে পারে এরকম ভেবে গ্রামবাসিরা দু’জন বিজিবি সদস্যের উপস্থিতিতে গাইটিকে জবাই করে ফেলে।

এলাকাবাসিরা ধারণা করছে এটি ভারত থেকে বাংলাদেশে এসেছিল।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন,
আমি জেনিছি, অনেকক্ষন ধরে নীল গায়টিকে গ্রামবাসিরা পিটাপিটি করে এবং গাইটি হ্যাঁপিয়ে গেলে ধরা পড়ে। মরার ভয়ে এলাকাবাসি দুই বিজিবি সদস্যের সামনে জবাই করে দেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে বিষয়টি অবগত করি তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।

এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন,চেয়ারম্যান আমাকে খবর দিয়েছে, খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগের দু’জন কর্মকর্তা ও থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়েছি তিনি সরেজমিনে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বিজিবি সদস্যদের উপস্থিতিতে জবাইয়ের বিষয়টি জনতে চাইলে তিনি বলেন তাদের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কালিয়াকৈর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে( ১২ ই মে) চন্দ্রা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ১৯ মে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন , সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেক, উপজেলা তাঁতীলীগের সভাপতি রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক লাবিব উদ্দিন,পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক আমেনা খাতুন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার, আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিয়াম মাহমুদ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভাবনা নেই

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় অশনি আগামীকাল সকালের দিকে ভারতের অন্ধপ্রদেশে আঘাত হেনে দূর্বল হয়ে যাবে তাই বাংলাদেশে আর আঘাত হানার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সন্ধ্যায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে সাভার থানা,পৌর ও আশুলিয়া থানা যুবলীগের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ঘূর্ণিঝড় অশনি এখন সুপার সাইক্লোন হয়ে অন্ধপ্রদেশের দিকে আছে। তার পরেও ঘূর্ণিঝড় পরবর্তী মোকাবেলায় সরকার মানুষের জান মালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নিয়েছিলো।

এসময়,ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান,সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ,আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...