26.7 C
Dhaka, BD
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

ধামরাইয়ে ভূমি দস্যু ফরহাদের আতঙ্কে অতিষ্ঠ এলাকাবাসী,জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে এক প্রবাসীর জমি ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোর করে দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ফরহাদ হোসেনের বিরুদ্ধে।

এমন ঘটনাটি ঘটেছে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামে। সরেজমিনে দেখা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের পশ্চিম দেপাশাই গ্রামের মৃত হযরত আলীর ছেলে প্রবাসী মোঃ দেলোয়ার হোসেন (শুকুর) এর জমি দির্ঘদিন ধরে জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা করে আসছিলেন ফরহাদ হোসেন ।

ফরহাদের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।তিনি এলাকায় ত্রাসের রাজত্ব করে বেড়ায়। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না বলে জানা যায়। চিহ্নিত সন্ত্রাসী ফরহাদের বিরুদ্ধে ধামরাই থানায় একাধিকবার অভিযোগ করেও কোন কাজে আসেনি বলে জানিয়েছেন দেলোয়ার হোসেন (শুকুর)। এখন আতঙ্ক বিরাজ করছে দেলোয়ারের পরিবারে। যেকোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের লাবু বেপাড়ীর ছেলে।

একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়, দেপাশাই গ্রামের মাতব্বরদের নিয়ে গ্রামের মধ্যে এক বিচারে বসেন।সেখানে বিজ্ঞ দুই আইনজীবি দিয়ে কাগজ পত্র দেখানো হলে সেই বিচারেও ফরহাদ হোসেন কোন জমি পায়না বলে জানান আইনজীবিগণ। কিন্তু ফরহাদ হোসেন সাভার ধামরাইসহ বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী ভাড়া করে দেপাশাই ও দত্তখোলা মৌজার ৮৫ শতাংশ জায়গা জোর করে অস্ত্রের মুখে জিম্মি করে দখল নেওয়ার চেষ্টা করে ফরহাদ হোসেন ।

এরপর এলাকার লোকজন দৌড়িয়ে গেলে ভাড়া করা লোকজন নিয়ে সেখান থেকে সরে পরেন তিনি । এছাড়া একই গ্রামের বিধবা হনুফা বেগমের ১৩ শতাংশ জায়গা ৬ লক্ষ টাকা দাম ধরে নিয়ে পরে বিধবা হনুফা বেগমকে ৪ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে বাকি টাকা নিজেই খেয়ে ফেলেন। এর পর দেপাশাই পূর্ব পাড়া সাইদুর রহমানের ৪০শতাংশ জায়গা অস্ত্র(পিস্তল) দেখিয়ে জোর করে দখল করার চেষ্টা করেন তিনি।

শুধু তাই নয়,  দেপাশাই উত্তর পাড়া মহল্লায় ১২ বছরের একটি মেয়ে ধর্ষণ হয়। শামছুল হককে আসামী করে থানায় মামলা করেন। পরে সেই মামলা মিমাংসা করে দেওয়ার কথা বলে শামছুল হকের স্ত্রীর কাছে দুই লক্ষ টাকা দাবি করেন ফরহাদ । পরে মিমাংসার কথা বলে শামছুল হকের স্ত্রীর কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। এই ভাবে নিজের প্রভাব খাটিয়ে মানুষের কাছ থেকে জোর করে জায়গা জমিসহ টাকা পয়সা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে ফরহাদের বিরুদ্ধে। সে এলাকার চিহ্নিত ত্রাস।তার সামনে অনেকেই কথা বলার সাহস করে না।পরে ক্ষতির ভয়ে।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন (শুকুর) বলেন, ফরহাদ আমার দেপাশাই ও দত্তখোলা মৌজার ৮৫ শতাংশ জায়গা বিভিন্নভাবে দখলের চেষ্টা করে আসছে। বিদেশে থাকার কারণে তিনি বিভিন্ন অজুহাতে জমি দখল নিতে চাচ্ছে। কিছু দিন পূর্বে  ভাড়া করা সন্ত্রাসী দিয়ে জমি দখল করার চেষ্টা করছে। এই বিষয়ে আমি একাধিক বার থানায় জিডি ও অভিযোগ করেছি।কোন ফল  হয়নি। এরপর আমাদের গ্রামে মাতব্বরদের নিয়ে গ্রামে সালিশি বসেছিলাম। কিন্তু ফরহাদ গ্রামের বিচার সে মানে নি এবং কোন প্রকার বৈধ কাগজ পত্র দেখাতে পারে নি ।

আরেক ভুক্তভোগী  বিধবা হনুফা বেগম বলেন, আমার স্বামী মারা গেছে অনেক আগে। আমার কোন ছেলে সন্তান নেই, থাকার মধ্যে দুটি মেয়ে আছে তাদের ও বিয়ে হয়ে গেছে। আমি কোন রকমে সংসার চালাই। ফরহাদ আমার ১৩ শতাংশ জায়গা নিয়ে ৬ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ফরহাদ আমাকে  ৪লক্ষ ২০ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা দেয় নাই। চাইতে গেলে সে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখায়।

পশ্চিম দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেনের কাছ থেকে জমি লিখে নিয়ে  ৬০ হাজার টাকার একটি চেক দেন।পরদিন লোকমান হোসেনকে ব্যাংক চেক দেন। কিন্তু ব্যাংকে তার একাউন্টে কোন টাকা না থাকায় সে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। আজও লোকমান হোসেনের টাকা পরিশোধ না করে তালবাহানা করে যাচ্ছে।

জানা যায়, ফরহাদ হোসেনের নামে জমি দখল ও অর্থ আত্মসাৎ এর কারণে বিভিন্ন সময়ে ধামরাই থানায় ৪ টি অভিযোগ, ৩ টি সাধারণ ডায়েরি ও কোর্টে রয়েছে একাধিক মামলা।

মঙ্গল আলী নামে এক কৃষক বলেন, আমি সাইদুর রহমানের ৪০ শতাংশ জায়গা পত্তন রেখে চাষ করি। কিন্তু ফরহাদ সেই জমি জোর করে দখল করতে আমাকে পিস্তল দেখিয়ে বলে জমি ছেড়ে না দিলে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলবে। তার ভয়ে এখন কিছুই বলা যায় না।

এই বিষয়ে চিহ্নিত সন্ত্রাসি ফরহাদ হোসেন এসব অস্বীকার করে বলেন, আমি আমার নিজের জমি চাষ করে খাই। আমি কারো জমি দখল করি নাই। তাছাড়া কোন সন্ত্রাসী দিয়ে জমি দখলও করি নাই । তার নিজস্ব বাহিনীর কথা জিজ্ঞেস করলে তিনি বলেন আমার কোন বাহিনী নাই।

জমি দখলের কথা জানতে চাইলে তিনি বলেন,  আমার নানার জমি আমার মা পেয়েছে  সেই জমি বুঝে নেওয়ার চেষ্টা করছি। এতে কার কি।

কালিয়াকৈরে প্রকাশ্য দিবালোকে শিক্ষকের বাসায়  দুর্ধর্ষ চুরি

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্য দিবালোকে এক শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে ।

 বুধবার উপজেলার বলিয়াদী হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলমের বাসায় এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বলিয়াদী হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম উপজেলার শিমুলতলী এলাকায় মোঃ নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে ।

বুধবার সকালে সে বাসায় তালা দিয়ে ডিউটি করার জন্য স্কুলে চলে যায়। ঐদিন বিকাল বেলা স্কুল

থেকে সে বাসায় ফিরে দড়জার তালা ভাঙ্গা দেখতে পায়। অজ্ঞাত চোরেরা তার অবর্তমানে প্রকাশ্য দিবালোকে বাসার দড়জার তালা ভেঙ্গে ভিতরে ডুকে।

 এসময় চোরেরা আলমারীর তালা ভেঙ্গে নগদ ৫০হাজার টাকা ও সাড়ে সাত লক্ষ টাকা মূল্যের ১০ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের অলঙ্কার চুরি করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে চুরি সংঘটিত হওয়ায়

এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এঘটনায় শিক্ষক আশরাফুল আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ

দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা যায়।

সিংগাইরে ২০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামের একটি এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে।

এ খবরে সিঙ্গাইর পৌরসভার আজিমপুর এলাকার ওই এনজিওর কার্যালয়ে ভিড় করছেন প্রতারিত গ্রাহকেরা। গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠাটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়।

জানা গেছে, প্রায় ১৫-২০ দিন আগে সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুরের আবুল হোসেনের দোতলা বাড়ি ভাড়া নেন অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড টানিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করেন।

এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করেন। গতকাল সোমবার সকালে অফিস তালা দিয়ে পালিয়ে যান তাঁরা।

বাইমাইল এলাকার ভুক্তভোগী ইউসুফ খান বলেন, ‘আত্মসেবা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার ফয়সাল আহামেদ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা সঞ্চয় দাবি করেন। আমি তাঁকে ৮০ হাজার ৫০০ টাকা পরিশোধ করি।

আগামী বুধবার আমাকে ঋণ দেওয়ার কথা। আজকে (সোমবার) ফয়সাল আহামেদের মোবাইল নম্বর বন্ধ পেয়ে অফিসে এসে দেখি অফিসও বন্ধ।’

নূরজাহান বেগম নামে আরেক গ্রাহক বলেন, ‘৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ছবি, আইডি কার্ড, একটি ফরম পূরণ করে নিয়ে যায়। সেই সঙ্গে অগ্রিম সঞ্চয় হিসেবে ৫০ হাজার টাকাও জমা দিই। এক সপ্তাহ পরে ঋণ দেওয়ার কথা ছিল।’

আবুল হোসেনের স্ত্রী বলেন, ‘মাসে ১০ হাজার টাকা ভাড়ার কথা বলে অন্য জেলার ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের একটি ফ্ল্যাট ভাড়া নেন। আগামী মাসের ৫ তারিখে তাঁদের পরিচয়পত্র ও এনজিওর কাগজপত্র দেওয়ার কথা ছিল। তবে আজ (সোমবার) তাঁরা পালিয়ে গেছেন। ’

গতকাল সোমবার সন্ধ্যায় এনজিওটির কার্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ পাওয়া যায়। কয়েক কর্মকর্তার মোবাইল ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিঙ্গাইর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমানুর রহমান বলেন, ‘আত্মসেবা ফাউন্ডেশন নামে আমাদের তালিকাভুক্ত কোনো এনজিও বা ঋণদানকারী সংস্থা নেই। এ ঘটনায় গ্রাহকেরা অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রাণীশংকৈলে ৪৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভবানন্দপুর( গরুহাটি) গ্রাম থেকে গত শনিবার ১৯ মার্চ রাতে ৪৭৫ পিস ইয়াবাসহ আমির হোসেন(৩৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আমির ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি এস এম জাহিদ

ইকবালের নেতৃত্বে পুলিশদল ওইদিন রাত দশটার দিকে আমিরকে তার বাড়ি থেকে ওই ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে পরদিন ২০ মার্চ জেলা জেলহাজতে পাঠানো হয়।

মাগুরার শ্রীপুরের সেই স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিলো

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরের আলোচিত হত্যাকান্ডের শিকার সেই স্কুল ছাত্রীকে প্রথমে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়ে়টি বাঁচার আকুতি জানালেও পরে তাকে ধারালো বেøড দিয়ে় গলা কেটে হত্যা নিশ্চিত করা হয়ে়ছিল।

হত্যা করার পরেও পাষন্ড খুনি মেয়ে়টিকে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা চালায়। গ্রেফতারকৃত খুনি হাসান শেখ (২৩) কে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে র‌্যাব-৬ এর কর্মকর্তারা এ তথ্য জানান।

রবিবার সকাল দশটায়় মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে ঘটনাস্থলের পাশেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোর এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ সময় র‌্যাব-৬ এর এ,এস,পি এইচ এম শফিকুর রহমানসহ শ্রীপুর থানার ওসি সুকদেব রায়, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মাগুরা ও শ্রীপুরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত হাসান শেখ (২৩) শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। সে পেশায় নছিমন চালক।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বাড়ির পাশেই নদীর চরে রসুন ক্ষেত দেখতে গিয়ে নিখোঁজ হয় সে । শ্রীপুর উপজেলার শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন (১৩)। পরদিন ১৮ মার্চ দুপুরে স্থানীয়রা বাড়ি থেকে মাত্র ৩ শত গজ দূরে নদীর পাশে একটি বাঁশ বাগানের নিচে রাজিয়ার মৃতদেহ দেখতে পায়। তারা থানা পুলিশকে খবর দিলে শ্রীপুর থানার পুলিশ ওইদিন বিকেলে রাজিয়ার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই পুলিশ, সিআইডি, পিবিআই ও র‌্যাবের কর্মকর্তারা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ হত্যাকান্ডের প্রকৃত কারণ ও খুনিকে খুঁজে বের করতে মাঠে নামে। অবশেষে গত ১৯ মার্চ র‌্যাব-৬ এর একটি চৌকস দল হাসান শেখ (২৩) কে তার শশুরবাড়ী বারইপাড়া থেকে আটক করতে সক্ষম হন। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনি হাসান হত্যাকান্ড ও ধর্ষনের সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরোও জানান, অনেক আগে থেকেই খুনি হাসান রাজিয়াকে একাধিকবার ধর্ষণের পরিকল্পনা করেছিল। নদীর ধারে সে মাঝে মাঝে গাঁজা সেবন করত। ঘটনার দিন রাজিয়াকে একা পেয়ে সে সু-কৌশলে রসুন ক্ষেত থেকে রাজিয়াকে মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানের নিচে এনে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে ধাঁরালো বেøড দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকান্ডের সাথে গ্রেফতারকৃত হাসান একাই জড়িত বলে র‌্যাব কর্মকর্তারা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অপরদিকে স্কুল ছাত্রী রাজিয়ার খুনির ফাঁসির দাবিতে হাটশ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রবিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এক মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালো শিশু মাহিম

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় শনিবার ১৯ মার্চ মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাহিম (০৩) নামে এক শিশু মারা গেছে।

মাহিম উপজেলার পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া গ্রামের আল আমিন বাবুলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে মাহিম পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া এলাকায় বাড়ির পাশে খেলা করতে করতে রাস্তায় দৌড় দেয়। এসময় দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তার বাম কানে আঘাত লেগে রক্ত ঝড়তে থাকে। স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যে সে মারা যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরসহ মহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে। এবং লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিংগাইরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দিপন দেবনাথ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাম্মা লাবিবা অর্ণব প্রমুখ।

সাংবাদিকদের মধ্য কালের কণ্ঠের সাংবাদিক মোবারক হোসেন,আজকের পত্রিকার সুজন মোল্লা,মাই টিভির বাদল হোসাইন,বাংলা টিভির মোঃ রেজাউল, আমাদের সময়ের মশিউর রহমান শামিম,দৈনিক অধিকারের মিলন মাহমুদ, সকালের সময়ের মিজানুর রহমান,এশিয়ান টিভির ইমরান হোসেন,আলোকিত সকালের শাহাদাৎ হোসেন সায়েম,আমার সংবাদের হাবিবুর রহমান, বর্তমান দিনের আবুল কালাম আজাদসহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ ভর্তুকিতে টিসিবির পণ্য বিক্রির প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২০ মার্চ থেকে শুরু হবে টিসিবির পণ্য বিক্রি। উপজেলায় নতুন ও পুরাতনসহ মোট ১৭ হাজার ৮৬২ জন উপকারভোগীদের তালিকা তৈরি করা হয়েছে।

এছাড়াও উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত -২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে (১৭ মার্চ) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা এলাকায় জলকুটিরের পাশে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিনজনই ট্রাকচাপায় আহত হয়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর রাবেয়া-সকিনা ক্লিনিকে ভর্তি করে। কিন্তু হিমেলের অবস্থার অবনতি হলে তাকে শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক হিমেল কে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত ওই দুই সহপাঠীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরের দিকে বড়ইবাড়ী এলাকা থেকে হিমেল তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে দুই সহপাঠীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাসেম আলীর ছেলে হিমেল (১৮)।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ টি হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী দোলযাত্রা উৎসব অনুষ্ঠিত

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ ও ‘দোল পূর্ণিমা’ নামে পরিচিত।এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল ঠাকুরগাঁওয়ের শ্রী-শ্রী রামকৃষ্ণ আশ্রমপাড়া মন্দির।

শুক্রবার (১৮ মার্চ) দিনব্যাপী পালন করা হয় রঙিন এই দোল উৎসব। ঠাকুরগাঁও হোলি উদযাপন কমিটির আয়োজনে দুপুরে মন্দির প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নিয়ে উল্লাস করা তরুণ-তরুণীরা বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবারই।

ঠাকুরগাঁও হোলি উৎযাপন কমিটির সভাপতি দোলক কুমার রায় বলেন, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’। এবং এই উৎসবের আরেক নাম বসন্তোৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, প্রতিবারের মতো এবারও আমরা এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। আমাদের এখানে সব ধর্মের লোকেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি আমরা এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করে থাকি।

কালিয়াকৈরে বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর পৌরসভার কাউন্সিল মো. আমিনুল ইসলাম সহ অনেকেই।

সর্বশেষ আপডেট...