26.7 C
Dhaka, BD
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

জেসিআই মানিকগঞ্জের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জের সাধারণ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গায় ব্যারিস্টার আশরাফ মেমোরিয়াল হাসপাতালে এ সম্মেলনের আয়োজন করেন জেসিআই মানিকগঞ্জ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জে.সি.আই মানিকগঞ্জ শাখার নব্য প্রতিষ্ঠাতা লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার ওলোরা আফরিন, দায়িত্বপ্রাপ্ত বোর্ড সদস্য ভাইস প্রেসিডেন্ট ড.সুবর্ণ আহমেদ, সেক্রেটারি জেনারেল মাহিজেবীন সামস্-ই মফিজ, ট্রেজারার মসরুর আরমান এবং জেনারেল লিগেল কাউন্সিল তানজিনা খান মলি প্রমুখ।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।

জেসিআই মানিকগঞ্জ ইতিমধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি নামে একটি প্রকল্প সম্পন্ন করেছে।

কালিয়াকৈরে গরু-মহিষ ভর্তি ট্রাক সহ ৫ ছিনতাইকারী আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গরু মহিষ ভর্তি ট্রাক সহ ৫ছিনতাইকারী কে আটক করেছে গাজীপুর সালনা হাইওয়ে পুলিশ।

পুলিশ সুত্র জানায়, ( ইং ১১ মার্চ) ভোর রাতে সালনা হাইও‌য়ে থানা পু‌লিশ বেতার যন্ত্র ও ৯৯৯ এর মাধ‌্যমে জান‌তে পা‌রেন যে, মহাসড়ক হই‌তে এক‌টি গরু ভ‌র্তি ট্রাক ছিনতাই ক‌রে ট্রাক‌টি নি‌য়ে ঢাকার দি‌কে পালিয়ে যাচ্ছে ।

এমন সংবাদের ভিত্ততে সালনা হাইও‌য়ে থানার এসআই মোহাম্মদ আশরাফুল হক সংগীয় ফো‌র্স নিয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়‌কের গাজীপুর জেলার কা‌লিয়া‌কৈরের চন্দ্রাএলাকাস্থ কন‌ফি‌ডেন্ট সিএন‌জি পা‌ম্পের বিপ‌রিত পা‌শে ঢাকাগামী লে‌নে চেক‌পোষ্ট ব‌সি‌য়ে ১৩ টি গরু ও ০২ টি ম‌হিষ ভ‌র্তি ট্রাক (ঢাকা মে‌ট্রো ট ১৩-৩৯৩৯ )গাড়ী‌টি গরু ও ম‌হিষ সহ ৫ ছিনতাইকারী কে আটক করে।

আটককৃত ছিনতাইকারীরা হলো নুর মোহাম্মদ (৫৫), পিতাঃ মৃত আঃ হা‌কিম, আব্দুল্লাহ (১৮), পিতাঃ মে‌হের আলী, উভয় সাং পূর্ব দরকা‌বিল, থানাঃ উ‌খিয়া, জেলাঃ কক্সবাজার, হাসান মোল্লা (৩৮), পিতাঃ হা‌সেম মোল্লা, সাং খাজানগর, থানাঃ সদর, জেলাঃ কু‌ষ্টিয়া, ট্রাক চালক আ‌রিফুল ইসলাম (৪৫), পিতাঃ আঃ জ‌লিল, সাং ফি‌লিপনগর, ট্রাক‌টির হেলপার রা‌কিবুল (১৮), পিতাঃ জয়নাল, সাং মাইজ‌দিয়া মু‌ন্সিপাড়া, উভয় থানাঃ দৌলতপুর, জেলাঃ কু‌ষ্টিয়া।এই বিষ‌য়ে কা‌লিয়া‌কৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর সালনা হাইওয়ে পুলিশের( ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার: শুক্রবার ১১ ই মার্চ বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া এলাকার মান্নান মিয়ার বাড়ি থেকে সুমন মোল্লা (২৩) এক গার্মেন্ট শ্রমিকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

জানা যায়, মৃত সুমন মোল্লা,ভার্টেক্স ওয়ার লিমিটেড এ সুইং ডিপারমেন্টে চাকুরী করতে, গতকাল চাকরি শেষে বাসায় এসে ঘুমানোর পর, তিনি আর রুমের দরজা না খোলায় ,পাশের রুমের মঞ্জুয়ারা বেগম বিকেল চারটার দিকে সুমন মোল্লার দরজায় ডাকাডাকি করতে থাকেন । অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় মঞ্জুয়ারা বেগম বাড়ির মালিক মান্নানকে খবর দিলে, মান্নান সাভার মডেল থানায় বিষয়টি জানান, তারপর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মৃত সুমন মোল্লার লাশ দেখতে পায় ।

সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সরোয়ারদী হাসপাতাল পাঠিয়ে দেন ।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই, একলাছ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন, তবে ময়নাতদন্ত শেষে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো ।

মৃত সুমন মোল্লা, ফরিদপুর জেলার , বোয়ালমারী থানার,ছত্রাকান্দা গ্রামের পিতা-মৃত রুস্তম মোল্লার ছেলে ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাভার মডেল থানার এসআই ,ইয়াসিন,মিজান সহ আরো অনেকেই ।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালিয়াকৈরে স্কাউটসের ৭দিব্যাপী সিএএলটি শুরু

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটস এর ৪৭তম কোর্স ফর এ্যাসিষ্ট্যান্ট লিডার ট্রেনার (সিএএলটি)শুরু হয়েছে।

আজ(বৃহষ্পতিবার) সকালে মৌচাকে জাতীয় স্কাউট

প্রশিক্ষণ কেন্দ্রে ৭দিন ব্যাপী আয়োজিত প্রশিক্সণ কোর্সটি উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর প্রাক্তন জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ)অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলী।

এউপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোর্স পরিচালক ও বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার(প্রশিক্ষণ)ড: মিজানুর রহমান মজুমদার, উপপরিচালক(প্রশিক্ষণ) ফারুক আহমদ, অধ্যাপক শাহানারা বেগম এলটি বক্তব্য রাখেন।

 এসময় বক্তারা বলেন বাংলাদেশ স্কাউটস এর

প্রশিক্ষণ টিমের সদস্য বৃদ্ধি এবং মান সম্মত প্রশিক্ষক তৈরীর লক্ষ্যেই এই কোর্সের

আয়োজন।

আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রশিক্ষন কোর্সে সারাদেশের বিভিন্ন কলেজ, স্কুল ও মুক্ত স্কাউট গ্রপের ৫৮ জন স্কাউট শিক্ষক ও প্রশিক্ষক অংশগ্রহণ করছেন। আগামী ১৬ মার্চ কোর্সটি শেষ হবে।

ঠাকুরগাঁওয়ে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নসিমনের ধাক্কায় সুজন ইসলাম (১৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন তার চাচাতো ভাই দেলোয়ার।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহত সুজন উপজেলার পাড়িয়া ইউনিয়নের দায়মুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাসযোগে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী আসেন সুজনের চাচাতো ভাই দেলোয়ার। তাকে আনতেই মোটরসাইকেল নিয়ে বাস স্টপেজে আসে সুজন। ফেরার পথে বালিয়াডাঙ্গী-লাইড়ি রোডে অপরদিক থেকে আসা নসিমনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় সুজন। আর আহত হন দেলোয়ার। দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবং পরে উন্নত চিকিৎসার জন্য দেলোয়ারক  চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমনের চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। আটকের অভিযান অব্যাহত রয়েছে।

তালতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ’মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

উপজেলা পরিষদের পায়রা হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিপিপির টিম লিডার মোঃ আলতাফ হোসেন হাওলাদারএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হোসেন, বড়বগী ইউনিয়ন সিপিপির টিম লিডার মোঃ আলমগীর হোসাইন, ইউনিয়ন সহ-টিম লিডার মোঃ নুরুল-আমিন মুন্সি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোঃ আঃ গনি আকন, মোঃ আবুল হোসেন, মোঃ নয়ন ও শাহীন শাইরাজ প্রমুখ।

কালিয়াকৈরে দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ১০ মার্চ) দুপুরে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র‍্যালীটি বেড় হয়ে কালিয়াকৈর বাজার আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

ঠাকুরগাঁওয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ; আদালতে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ধর্মীয়সভা শুনে বাড়ি ফেরার পথে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ৯ মার্চ ধর্ষিত ওই গৃহবধূ বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি রুজু করে ৬০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২ মার্চ) সদর উপজেলার মধুপুর গুদামপাড়া গ্রামের বাসিন্দা এক সন্তানের জননী শিবযাত্রী ধর্মীয় সভা শুনতে পার্শ্ববর্তী ঢোলারহাট গৌরলাল মন্দিরে যান। একই গ্রামের পুঞ্জিকা সাধক ও তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল প্রকাশ চন্দ্র ঝোল নামে এক ব্যক্তি ওই নারীকে ফোন করে রুহিয়া বাজারে দেখা করার জন্য অনুরোধ জানায়। সহজ সরল ওই নারী প্রতিবেশীর কথা রাখতে সন্ধা ৭টায় অটোচার্জার গাড়িতে করে রুহিয়া বাজারে আসেন। কিন্তু মৌচাক হোটেলের শ্রমিক মেজর (২৮) ওই নারীকে তার বাসায় নিয়ে যায় এবং তার কোলের শিশুকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে প্রকাশ চন্দ্র ঝোল ওই বাসায় গিয়ে গৃহবধূকে ক্যাথলিক মিশন রেলগেটের গেট কীপার শামীম হোসেনের (৩০) রেলের কোয়ার্টারে নিয়ে যায় এবং গেটম্যান শামিম হোসেন (৩০), হোটেল শ্রমিক এনামুল হক (৩৫), হোটেল শ্রমিক মেজর (২৮) ও উজ্জ্বল দাস (৩৫) নামে ৫ যুবক মিলে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। শুধু তাই নয়, গভীর রাতে ওই গৃহবধূকে মিশনের পশ্চিমে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তারা আরেকদফা ধর্ষণ করে।

পরদিন সকালে ধর্ষকরা ওই গৃহবধূকে রেলগেট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালেও পুলিশ তাৎক্ষণিত ওই গৃহবধূকে উদ্ধার কিংবা চিকিৎসার ব্যবস্থা নেয়নি বলে জানান মধুপুর গ্রামের ইউপি সদস্য ইউসুফ আলী।

স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে এবং গেটম্যান শামীমকে আটক করে। কিন্তু শামীম স্থানীয়দের ভুল বুঝিয়ে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া এলাকায় পালিয়ে যায় এব্ং আত্মগোপন করে।

এদিকে ধর্ষিতার স্বামী ভবানী চন্দ্র বর্মন অত্যন্ত গরিব হওয়ায় মামলা করতে আগ্রহী হননি। কিন্তু বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে এবং ধর্ষিত গৃহবধূ ন্যায় বিচারের আশ্বাস পেয়ে মামলা করার সিদ্ধান্ত নেন।

অবশেষে বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক তান্ত্রিক প্রকাশ চন্দ্র ঝোল, গেট কীপার শামিম হোসেন, হোটেল শ্রমিক এনামুল হক , হোটেল শ্রমিক মেজর ও উজ্জ্বল দাসকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন’২০০০(সংশোধনী/২০০৩)এর ৯(৩)/৩০ ধারায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আবেদন করেন। বিচারক গোলাম ফারুক বিষয়টি আমলে নিয়ে বাদীর অভিযোগ মামলা হিসেবে রুজু করার জন্য রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

সেই সঙ্গে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করার নির্দেশ দেন।

সরকারের উন্নয়নের কারণে পরাজয়ের শঙ্কায় বিএনপি বিভ্রান্তি ছড়ানো ও ষড়যন্তে লিপ্ত ঠাকুরগাঁওয়ে- তথ্যমন্ত্রী

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি বলেছেন, গত ১৩ বছরের সরকারের উন্নয়নের কারণে রাজনৈতিক পরাজয়ের শঙ্কায় বিএনপি ও তাদের দোসররা বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে দেশের সমস্ত মানুষের ভাগ্যের পরিবর্তন সাধিত হয়েছে।

গত ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আগের তুলনায় দেশর মানুষ আজ অনেক ভাল আছে। আর এ জাতীয় উন্নয়ন যাদের পছন্দ তারা বিএনপি ও তাদের দোসররা।

বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বুধবার ৯ মার্চ দুপুরে সাংগঠনিক সফরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে জেলা আ’লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আলীগ গণমানুষের সংগঠন এবং বাঙালির সমস্ত অর্জন এসেছে আ’লীগের মাধ্যমে। বাঙ্গালীর স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণের পথে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯৯ তম।

বাংলাদেশ শস্য উৎপাদনের দিক দিয়ে ২য়, আলু উৎপাদনে সপ্তম, মিঠা পানির মাছ উৎপাদনে সেরা। আজকে এখানে এসেছি তৃনমূলের নেতাদের সাথে বসার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করার জন্য।

প্রথমত বিএনপি নির্বাচনকে ভয় পায় তাদের জ্বালাও, পোড়াও রাজনীতির জন্য। সে কারনে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। খালেদা জিয়া ও তারেক রহমান শাস্তিপ্রাপ্ত ও দন্ডপ্রাপ্ত আসামী। সে কারণে তারা নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। তাদের নির্বাচনে কোন আগ্রহ নাই। এ জন্য তারা তাদের দলকেও নির্বাচনমুখী করতে চায় না। আগামী নির্বাচনে তাদের যে পরাজয় হবে এটি মোটামুটিভাবে তারা নিশ্চিত
হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ও বিএনপির নেতারা বিভিন্ন রকম কথা বলছেন, তারা আমাকে উদ্দেশ্যে করে বিভিন্ন কথা বলছেন। আমি গ্রামের এমপি। গত ২০ বছরে আমি সব সময় আমার নির্বাচনী এলাকায় মাঝে মধ্যেই যাই। কিন্তু মির্জা ফখরুলেরা সব সময় নয়া পল্টনে বসে থাকেন। সেখানেই খান, সেখানেই ঘুমান। সে কারণে তারা দেশের অবস্থা জানেন না। আমরা যে সারাদেশ বিচরন করি। সারা দেশে আমরা ঘুরে বেড়াই। মির্জা ফখরুল ও রিজভী সাহেবরা কার্যালয়ে বসে থাকতে থাকতে তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে। আর তারা যে তথ্যগুলো উপস্থাপন করছেন সেগুলো জনগণকে বিভ্রান্ত করার জন্য।

করোনা ও ইউক্রেন রুশ যুদ্ধের জন্য ২/১ টি পন্যের দাম কিছুটা বেড়েছে। এছাড়াও ২/১ জন বিএনপি পন্থি ব্যবসায়ির সিন্ডিকেট তো রয়েছেই। এটা শুধু আমাদের দেশে না সারা বিশ্বে পন্যের দাম কিছুটা বেড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে ইতিমধ্যে নজরদারী বাড়ানো হয়েছে। সাধারণ মানুষ যাতে ক্রয়সীমার মধ্যেই যে কোন পন্য সামগ্রী পেতে পারে টিসিবির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটি স্বল্প আয়ের মানুষকে এ টিসিবির পন্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে। সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধান বক্তা কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য ও সাবেক এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সদস্য ও সাবেক এমপি এ্যাড. সফুরা বেগম রুমি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, জেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলু টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, প্রত্যেক উপজেলার আ’লীগের সভাপতি, সম্পাদক, দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ জেলা-উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের  নতুন চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিবুর রহমান শপথ বাক্যপাঠ করেছেন  ।

বুধবার( ৯ মার্চ) সকালে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান তার সরকারি অফিসে আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান।

এদিকে গত সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নতুন মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নব নিবাচিত চেয়ারম্যান আজিবুর রহমান ও পরিষদের নতুন সদস্যগণ সহ অন্যান্যরা।

উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নিবাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেট...