অবশেষে জাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনটি দাবির দুটি মেনে নিলেন ভিডিও ।
বিপ্লব সাভার ঃ
অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনটি দাবির দুটি মেনে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।
এনিয়ে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসনিক কার্যালয়ে রাত নয়টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।
জানাযায় গত কয়েকদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে তিন দফা দাবীতে অবরোধসহ নানা কর্মসুচী পালন করে আসছিলেন শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ।
পরে আজ বিকেলে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। এসময় শিক্ষার্থীদের তিনটি দাবির দুটি দাবি মেনে নেন উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। মেনে নেওয়া দাবি দুটি হলো
১। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ হলের পাশে যে তিনটি নির্মাণাধীন হল রয়েছে সেগুলো অন্য স্থানে সড়িয়ে নেওয়া হবে
৩। মাষ্টার প্ল্যান রিভাইস করা হবে অংশীজনদের মতামত নিয়ে। এসময় তিনটি দাবির দ্বিতীয়টি দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য ৩ কার্যদিবস সময় নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
আলোচনা সভা শেষে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম গণমাধ্যমকর্মীদের সাথে কথা না বললেও আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তিনটি দাবির দ্বিতীয়টি যদি না মানা না হয় তাহলে আবার তারা আন্দোলনে নামনে।