আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কুমিল্লা দেবীদ্বারে দরিদ্র ও মেধাবী এতিম শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ
এ,আর, আহমেদ হোসাইন,(দেবীদ্বার-কুমিল্লা):দেবীদ্বার প্রবাসী ফাউন্ডেশন’র উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪০ দরিদ্র ও মেধাবী এতিম শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০টায় দেবীদ্বার পৌর এলাকার ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় ওই আয়োজন করা হয়।শহীদ দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪০ দরিদ্র ও মেধাবী এতিম শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে দেবীদ্বার প্রবাসী ফাউন্ডেশন’র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম’র সভাপতিত্বে এবং ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, নারী নেত্রী আমিরুন্নেছা, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, সৌদী প্রবাসী সেলিম সরকার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক আব্দুল্লাহ ্আল মামুন, হাফেজ ছোবহান আহাম্মদ, দীন মোহাম্মদ দিদার, রকিবুল ইসলাম প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন দেবীদ্বার সৌদী প্রবাসী ফাউন্ডেশন’র আহবায়ক সাংবাদিক রুস্তম খান।