যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে ধেয়ে আসছে হারিকেন লরা। এর আগে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে এই হারিকেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়টির শঙ্কায় এরই মধ্যে অঙ্গরাজ্য দুটির উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, লরার গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল (১৫০ কিলোমিটার)। পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী চব্বিশ ঘণ্টায় এটি আরও শক্তিশালী রূপ ধারণ করতে পারে।
এনএইচসি থেকে বলা হয়েছে, লরা ভয়াবহ মাত্রার হারিকেন হিসেবে ভূমিতে আঘাত হানতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাস বা লুইসিয়ানার উপকূলে এটি আঘাত হানতে পারে। এর ফলে কোথাও কোথাও ১৪ মিটার উচ্চতা পর্যন্ত পানির ‘ধ্বংসাত্মক ঢেউয়ের’ সৃষ্টি হতে পারে।