গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ বক্স  শুভ উদ্বোধন সৌজন্যে ওয়ালটন গ্রুপ

Loading

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বিপি এম জেলা ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন করেন।

তিনি বলেছেন অনেক দিনের স্বপ্ন ছিল একটি ট্রাফিক পুলিশ বক্স হবে। শুধু পুলিশের জন্য নয় বিপদগ্রস্ত ও পথচারীদের প্রয়োজনে কাজে আসবে এই ট্রাফিক পুলিশ বক্স।

শনিবার (১২ ফেব্রুয়ারি)  দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জেলা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসপি সফিউল্লাহ বলেন, গাজীপুরের চন্দ্রা এলাকাটি অত্যান্ত ব্যাস্ত একটি স্থান, দিন রাত এখানে মানুষের আনাগুনা থাকে। ব্যাস্ততম এ স্থানে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে জেলা ট্রাফিক পুলিশ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ওয়াল্টন গ্রুপের হস্তক্ষেপে স্বপ্নটা আজ সার্থক হয়েছে।

চন্দ্রা এলাকায় আমাদের একটি আধুনিক ট্রাফিক বক্স হয়েছে। এটি আমাদের জন্য অত্যান্ত আনন্দের। আমরা আশা করব এই ট্রাফিক পুলিশ বক্সটি যেন সকলের কাজে আসে।

এসময় উপস্থিত ছিলেন,  ওয়াল্টন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক মহসীন আলী মোল্লা, গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি নন্দিতা, গাজীপুরের সহকারী পুলিশ কমিশনার ফারজানা আফরুজ জেমি, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী এডিশনাল এসপি ছানোয়ার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্ট্র শাহাব উদ্দিন, কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান, জেলা টি আই প্রশাসন খাইরুল হাসান সরকার , জেলা ট্রাফিক টি আই কাওছারী আলম,জেলা ট্রাফিক সার্জেন্ট  মকবুল হোসেন,গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন , সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।