চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ও ২০ বোতল ফেনসিডিলসহ আটক-২

Loading

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ প্রান্তে ২০ বোতল ফেনসিডিল ও একটি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ যুবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবকদের নাম সুমন ও শাহিন।পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি বুধবার ভোর চারটার দিকে সঙ্গীয় ফোর্স একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে দু যুবককে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান, পরিদর্শক রায়হান। ডিএনসির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।