ঝালকাঠিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ আহত ৩

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে ধানকাটাকে কেন্দ্র করে একই পরিবারের ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালিয়া ইউনিয়নের দেউলী গ্রামে এ ঘটনা ঘটে।

২০/১২/২০১৯ইং তারিখ শুক্রবার সকালে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়।

এ সময় জাহিদুলের বাবা জালাল খান, জাহিদুলের ছোট ভাই রমজান, শাহজাহান খান গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে শাহজাহান খানকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়, সেখানে তার অবস্থা আশংকা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক শাজাহান খানকে ঢাকায় রেফার করেন।

এ বিষয় নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকাল বেলা আমাদের জমিতে প্রতিবেশী হামলাকারীরা ধান কাটতে যায়। আমাদের জমির ধান প্রতিবেশী হামলাকারীরা কাটা শুরু করলে আমরা বাধা দেই।

আমাদের বাধা উপেক্ষা করে আমাদের উপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তাদের হামলায় মারাত্মক ভাবে আমাদের চারজন লোক আহত হয়।

পরে এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে জাহিদুল মারা যায়।