ঝালকাঠীতে যুব কল্যান তহবিলের অনুদানের চেক বিতরন আমির হোসেন আমু এমপি ।

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠীতে যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় কতৃক সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে যুব সমাজরে ভুমিকা শীর্ষক আলোচনা ও যুব কল্যান তহবিলের অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২৬/১১/২০১৯ইং তারিখ মঙ্গলবার সকালে সহকারী পরিচালক মোঃ মহসিনের পরিচালনায় ও জেলা প্রশাসক মো. জোহর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপ পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো অর্ডিনেটর আবদুল্লাহ আল আমীন, এজিএস মিলন মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আমির হোসেন আমু এমপি সদর উপজেলার ৪ টি যুব সমিতিকে ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেই অনুদান দিয়ে যুব সমাজকে আর্থ সামাজিকভাবে স্বাভলম্ভী করা হচ্ছে।