তালতলীতে জোছনা উৎসবের প্রস্তুতিসভা অনুষ্ঠিত ।

Loading

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পঞ্চম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ জোছনা উৎসব। এ উৎসব উপলক্ষে তালতলী উপজেলা প্রশাসনের হল রুমে বুধবার এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।তালতলী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিঞা’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মুঃ তৌফিকউজ্জামান তনু, বরগুনা প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, তালতলী প্রেসক্লাবের সভাপতি মুহা আব্দুল মোতালিব, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমানসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় ১৩ নভেম্বর জোছনা উৎসবের দিন তারিখ ঠিক করা হয়। জেলার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর এর মোহনায় তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে এই উৎসব অনুষ্ঠিত হবে। পর্যটন শিল্পের সৌন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নানা আয়োজন।