মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বারগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীর উপকূল এখন শোকের ছায়া, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে, সাগরে নিখোঁজ এফ বি তরিকুলের ১৫ জেলের ৮ জেলে ফিরে এলেও বাকি ৭ জেলে ৬ দিনে ফিরে না আসায় উপকূলে এখন শোকের ছায়া।নিখোজ জেলে পরিবার চলছে শোকের মাতম।উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া গ্রামের নিখোজ জেলে, রাসেল হাং(৩০), তার তৃতীয় সন্তান ১৮ মাস বয়সী নাঈমা, তারা মাকে বলছে আব্বায় (বাবা) মজা নিয়ে আসবে কবে? আর মুখ লুকিয়ে সন্তানকে সান্ত্বনা দিচ্ছে তার মা। পাসের বাড়িতে,বিলাপ করে কাঁদছে রাসেলের মা ও বোন, তাদের বিলাপে সকলের চোখেই পানি । রাসেলের বাড়ি থেকে একটু সামনে আগাতে নিখোজ সবুজের বাড়ি। ইন্টারমিডিয়েট পাস করে সংসারের হাল ধরতে। বড় ভাইয়ের সাথে ৩রা নভেম্বর সাগরে যায় সবুজ, ৮ নভেম্বর সকালে কূলের দিকে ফিরে আসতেই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়েযায়,প্রবল ঝড়ের কারনে রাত৮ টায় ডুবে যায় ট্রলার টি। তিন রাত দুই দিন সাগরে ঝড়ের সাথে মোকাবিলা করলেও, পাগরা তলী চরে হারিয়ে যায় সবুজ, নিখোঁজ সন্তানের ছবি বুকে নিয়ে কাঁদছ সবুজের মা। পাসেই কাদছে সবুজের আপন বড় ভাই জসিম, তারা চোখের সামনেই তিন রাত দুই দিন সাগরে ঝড়ের সাথে য্দ্ধু করলেও পাগরা তলী চরে হারিয়ে ফেলেন তিনি, চোখের সামনে ভাইকে হারিয়ে পাগল প্রায়,তার ভাই । ৭ জেলে নিখোঁজ থাকায় উপকূলের আকাশে বাতাসে এখনো শোকের ছায়া
উলক্ষ্য গত( ৮ নভেম্বর) শুক্রবার রাত ৮ টায় ডুবে যায় এফ বি তরিকুল নামে একটি মাছ ধরার ট্রলার। ঐ ট্রলারে থাকা ১৫ জেলের মধ্যে মঙ্গলবার রাতে ৮ জন জেলে বাড়ি ফিরে আসলেও এখনো নিখোঁজ রয়েছে ৭ জেলে। এরা হলেন মো. হোসেন আলী (৫৫),শানু হাওলাদার (৫৫), মো. লিটন (৫০), মো. কামাল হোসেন (৩৮),সুমন (৩০)মো. রাসেল মিয়া (৩০) সবুজ ফরাজী (১৮)। ফিরে আসা জেলে মোস্তফা জানান, বরগুনার তালতলী উপজেলার লালুপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের মালিকানাধীন এফবি তরিকুল নামের একটি ট্রলার ৩ নভেম্বর গভীর সাগরে মাছ ধরছিল। ট্রলারটি তীরে ফেরার পথে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে নারিকেল বাড়িয়ায় ডুবে যায়।
এ সময় ওই ট্রলারে থাকা ১৫ জন জেলের মধ্যে ১১জন জেলে ট্রলার থেকে বের হতে পারলেও বাকি ৪ জন জেলেকে তিনি বের হতে দেখেন নি । ৩ রাত ২ দিন সাগরে ফ্লুট ধরে ভাসার সময় ২ জন জেলে ও কুলের কাছা কাছি এসে ফ্লুট ছেড়ে দেয়। বাকি নয়জন বাংলাদেশে ও ভারতের সিমান্ত এলাকা পাগড়াতলী চরে পৌঁছান।
ওই চরে প্রায় ৩০ কিলোমিটার হাটার পর মাছ ধড়ার নৌকায় ৮ জন ফিরে আসে কৈখালী বিজিপি ক্যাম্প ও পরে চরে থাকা বাকি একজন জেলে সবুজ(১৮)অনেক খুঁজেও পায়নি বিজিবি সদস্যরা।