দুঃসাহসী সংবাদ প্রকাশে পুরস্কার পেলেন দিদারুল ইসলাম ।

স্টাফ রিপোর্টার : সাভারে জমি সংক্রান্ত ও সাভারের হেমায়েতপুরের ফুটপাত নিয়ে সংবাদ প্রকাশ করায়, সাভার মডেল থানার আওতাধীন চামড়া শিল্প নগরী ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন এর হাতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই সাংবাদিক ।তাকে মাদকের মামলা দিয়ে চালান করবে বলে হুমকি দিয়েছে এই পুলিশ কর্মকর্তা । কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে ভিতরে গণমাধ্যম কর্মীদের সামনে শারীরিক নির্যাতন ও করেন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন ।

এছাড়াও তাকে বিভিন্ন পেন্ডিং মামলাসহ আরো চাঁদাবাজি মামলা দেওয়া হুমকি-ধামকি দিয়েছেন পুলিশ কর্মকর্তা ওসি এমারৎ হোসেন ।

ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন বিভিন্ন মানুষকে হয়রানি সহ হেমায়েতপুর স্ট্যান্ডে দুই পাশে ফুটপাত বসিয়ে চাঁদাবাজি করছে সকলের সামনে ।এইসব সংবাদ গণমাধ্যম দ্বারা সমাজের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার দিদারুল ইসলাম ।

গত ২৩ শে সেপ্টেম্বর রাতে সাভারের হেমায়েতপুরের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে অপমান, অপদস্ত ও শারীরিক নির্যাতন করা হয় জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার দিদারুল ইসলাম কে, এমনকি সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকিও দেয়া হয় দিদারুল ইসলামকে ।

কোয়ালিটি টিভি বাংলা , রিপোর্টার সাভার প্রতিনিধি জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সাংবাদিক কে গ্রেপ্তারের ও চেষ্টা করেন ,ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি এমারৎ হোসেন । এ সময় তিনি বলেন এসপি স্যার কে একটু বলে দেন চেয়ারম্যান সাহেব তাকে যাতে আমি গ্রেপ্তার করে নিয়ে যেতে পারি এবং তার অফিসের যত মালামাল আছে সবকিছু আমি সিস করে নিয়ে যেতেপারি ।

এ বিষয়ে অনুষ্ঠানে দিদারুল ইসলাম বলেন ,অন্যান্য সাংবাদিকবৃন্দ থাকায় আমার রক্ষা হলো , তাহারা সহ ও এলাকার জনপ্রতিনিধি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর বলেন এবার মতো ক্ষমা করে দিন , সে এখন চলে যাক তারপরে কিছু করলে এটার ব্যবস্থা নিবেন আপনি। তাহার জিম্মায় পরে আমি কোন রকম চলে আসলাম।

অনুষ্ঠানে দিদারুল ইসলাম আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাকে বিভিন্ন মানুষ দ্বারা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং অপমান অপদস্থ করা হয়েছে এর সঠিক বিচার আপনাদের কাছে আমি দিলাম আমার যদি কোন  অপরাধ থাকে তদন্তসাপেক্ষে এর যথাযথ বিচার আপনারা করবেন। কিন্তু একজন পুলিশ কর্মকর্তা এবং তার সাথে যারা ফুটপাত দখল করে চাঁদা তুলে তারা কিভাবে আমার গায়ে হাত তুলে গণমাধ্যম কর্মীদের কে সংবাদ প্রকাশ করলেই বিভিন্নভাবে অপমা,অপদস্ত করবে এটা কি স্বাধীন দেশে বাস করে মেনে নেওয়া যায়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি-মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোঃ মুরাদ হোসেন এমপি মাননীয় প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়, একেএম শহীদুল হক সাবেক আইজি বাংলাদেশ পুলিশ, মোল্লা জালাল সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান রংপুর গ্রুপ, আলহাজ্ব মোঃ কামাল হোসেন হাদী উপদেষ্টা সম্পাদক দৈনিক সরেজমিন বার্তা,

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দীন আহমেদ চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল।

এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া, প্রকাশক ও সম্পাদক দৈনিক সরেজমিন বার্তা।