জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলনের ঘোষনা ভিডিও ।

বিপ্লব সাভার ঃ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে পদযাত্রা করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি পদযাত্রা বের করেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের নতুন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রা থেকে এসময় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির দায় নিয়ে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামকে পদত্যাগের আহবান জানান উপাচার্য পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা।

এদিকে উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপাচার্য পন্থী শিক্ষকরা । দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে তারা এ সংবাদ সম্মেলন করেন।

এছাড়া সুনামগঞ্জে নিহত শিক্ষার্থী তুহিনের খুনিদের সর্বো”চ শাস্তির দাবিতে বিশ^বিদ্যালয়ের অমর একুশের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।