ধামরাইয়ে অবৈধ গার্মেন্টস মেশিনারী দিয়ে ব্যবসা ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌর শহরে মোকামটোলা এলাকায় এসকে সলিশন নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন গার্মেন্টস এর পুরাতন মেশিনারীস (শেলাই যন্ত্র) স্বল্পমূল্যে ক্রয় করে বেশি মুনাফায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এসকে সলিশন প্রতিষ্ঠানের মালিক, মোঃ আল মামুন স্নোটেক্স গার্মেন্টসের টেকনিক্যাল এজিএম হিসেবে কর্মরত ছিলেন।

গার্মেন্টসের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় নতুন মেশিনের পরিবর্তে পুরাতন মেশিন রিপিয়ারিং করে গার্মেন্টসের কাজ চালিয়ে নেয়। এতে করে নতুন মেশিন অনত্র বিক্রি করে অনেক টাকা মুনাফা করে। সে টাকা ওইসব গামেন্টস কর্মকর্তাদের মাঝেও বন্টণ হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভবন মালিক রবি ঘোষ বলেন, তাদের(এসকে সলিশন) অবৈধ বিজনেস করে শুনেছি, আমি বলেছি আমার বাসা ছেড়ে দিতে, আগামী মাস থেকে আমার বাসা ছেড়ে দিবে।এসকে সলিশন প্রোঃ আল মামুন বলেন, আমি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে দিয়েছি। আর এই বিজনেস চালাতে আমার কোন সমস্যা নাই।

জনপ্রসাশন মন্ত্রণালয়ে আমার দুইএকজন উপসচিব আত্মীয় স্বজন রয়েছে আমার কোন সমস্যা হবে না।