ধামরাইয়ে ৪ ছাত্রকে আটক, নকল সরবরাহের দায়ে ছয়মাসের কারাদণ্ড।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরের দিকে কালামপুরে ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের দেয়াল টপকে নকল সরবরাহের সময় এই চার যুবককে নকল সরবরাহের সময় আটক করে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী,প্রত্যেক ছাত্রকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সুএে জানা যায়, আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা চলাকালীন সময়ে কুল্লা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ওসমান গনির ছেলে মো. রবিউল, একই গ্রামের আব্দুস সালামের ছেলে মো. শামীম, লাড়য়াকুন্ডু গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. রুবেল, ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো, আব্দুল মান্নান নামে চার বহিরাগত ছাত্র কালামপুর আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের দেয়াল টপকে তাদের স্বজনদের কাছে নকল সরবরাহের সময় পুলিশ তাদের আটক করে। তারা সকলেই কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে ৩ জন জলশীন এলোকেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের কলেজ শাখার ছাত্র।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক বলেন, ধামরাইয়ের কালামপুর আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা আইন ভঙ্গ করে রবিউল, শামীম, রুবেল, মান্নান নামে ৪ যুবক দেয়ার টপকে কেন্দ্রের ভিতর নকল সরবরাহ করে,এজন্য ভ্রাম্যমাণ আদালতে তাদেরক বিনাশ্রমে ৬ মাসের করে কারাদণ্ড দেয়া হয় ।