নওগাঁর  মান্দায় বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

Loading

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের ধাক্কায় দুলাল হোসেন (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত দুলাল হোসেন কাঁশোপাড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট মহিলা হাফেজিয়া মাদরাসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুলাল হোসেন ভ্যান নিয়ে মহাসড়কে ওঠার সময় রাজশাহী থেকে নওগাঁগামী একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাকারাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও আব্দুল হালিম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুলাল হোসেনের পরিবারকে তাৎক্ষনিকভাবে ২০ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।