নলছিটিতে কৃষকের পাঁচ একর জমির ধান কেটে দিলেন ডিসি, এসপি ও কৃষিবিভাগ
সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধিঃ করোনা সংকটে ধান নিয়ে বিপাকে পরায় ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া গ্রামের কৃষকের পাঁচ(০৫) একর জমিতে কৃষি বিভাগের সহযোগিতায় প্রথমে কাঁচি দিয়ে পরে নির্ধারিত শ্রমিক ও ধান কাটা মেশিন দিয়ে ধান কেটে কৃষকের বাড়ী পৌঁছে দেওয়া হয়।
১২/০৫/২০২০ইং তারিখ মঙ্গলবার সকালে ষাইটপাকিয়া গ্রামে কৃষকের পাঁচ(০৫) একর জমির ধান কাটা হয়।
কৃষি বিভাগ জানান,প্রেমহার গ্রামের কৃষক গোলাম মাওলা সহ প্রায় পনের(১৫) জনের বোরো ধান পেকে মাটিতে পড়ে যাচ্ছিল।শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলেন না।
খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহাযোগিতায় ঝালকাঠি জেলা প্রশাসক জনাব জোহর আলী, ঝালকাঠি পুলিশ সুপার জনাব ফাতিহা ইয়াসমিন সহ পুলিশ প্রশাসন ধান কাটা কার্যক্রম শুরু করেন।
জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক জনাব ফজলুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ইসরাত জাহান মিলি ও ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহাম্মেদ মহতি উদ্যোগে সহযোগিতা করেন।