ফেসবুকের ম্যাসেঞ্জারে বিশ্বব্যাপী দেখা দিয়েছে সাময়িক ত্রুটি
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে বিশ্বব্যাপী দেখা দিয়েছে সাময়িক ত্রুটি। স্মার্টফোন এবং ডেস্কটপ কোনো মাধ্যমেই তথ্য আদান প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার কিছু সময় পর থেকে বাংলাদেশে ব্যবহারে এ ত্রুটি লক্ষ্য করা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাসেঞ্জারে তথ্য আদান প্রদান সম্ভব হয়নি। ঠিক কী কারণে এ সমস্যা তা এখনো জানা যায়নি। ম্যাসেঞ্জার সমস্যা প্রবণ অঞ্চল প্রথমে ইন্টারনেট সমস্যা মনে হলেও দীর্ঘক্ষণ পরেও চালু না হওয়ায় বিষয়টি নিয়ে অন্যান্য যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকে ব্যবহারকারীরা। তখনই সমস্যার বিষয়টি সামনে আসে।
এদিকে, এ বিষয় নিয়ে প্রতিবেদন করেছে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস। তারা বলছেন, লন্ডনের স্থানীয় সময় সকাল ১০ টায় এ সমস্যা শুরু হয়।