বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৪ নারী পুরুষকে আটক করেছে বিজিবি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ নারী ও ২ পুরুষকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৫ই নভেম্বর) সকাল ৯টার সময় আটক করা হয়।তাদের বাড়ি রাজশাহী জেলার সদর থানায়।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ভারতের আংরাইল সীমান্ত হয়ে বেস কিছু লোক বাংলাদেশে প্রবেশ করে দৌলতপুর মাঠের মধ্যে অবস্থান করছে।এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।