মাগুরার শ্রীপুরে ডিজিটাল হ্যাকিং গ্রুপের ১০ প্রতারক আটকসহ সরঞ্জামাদি উদ্ধার
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী গ্রাম থেকে শনিবার রাতে ডিজিটাল হ্যাকিং গ্রুপের ১০ প্রতারককে বিপুল পরিমান হ্যাকিং সরঞ্জামাদীসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
এ সময় তাদের ব্যবহৃত ৯টি কম্পিউটার, ৭টি হার্ডডিক্স, ১০টি ডেক্সটপ, ১০টি মোবাইল ও একটি মডেম উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) লিটন কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরচৌগাছী গ্রামের চাঁদ আলী শেখের ছেলে হ্যাকিং গ্রæপের নেতা মোঃ মহিদুল ইসলাম এর বাড়িতে অভিযান পরিচালনা করে মহিদুল ইসলাম (২০)সহ আকিদুল শেখের ছেলে সবুজ শেখ(১৬), আজিজ শেখের ছেলে মিজানুর রহমান(২২), চাঁদ আলী শেখের ছেলে জাহিদুল ইসাম(২৫), ফজলে বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস(১৮), আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস(১৬), আখিল বিশ্বাসের ছেরে জয় মাহমুদ(২২), মাগুরা সদর উপজেলার কচুন্দি এলাকার বকুল মোল্ল্যার ছেলে শান্ত মোল্ল্যা(১৬), রাজবাড়ির কালুখালি উপজেলার সুন্দরপুর গ্রামের রব মোল্ল্যার ছেলে সজিব(১৮) এবং রাজবাড়ির বালিয়াকান্দি এলাকার মোকছেদ আলী মন্ডলের ছেলে আলমগীর হোসেন(১৮) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যবহৃত ৯টি কম্পিউটার, ৭ টি হার্ডডিক্স, ১০টি ডেক্সটপ, ১০ টি মোবাইল ও একটি মডেম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩,২৪,২৫,৩৪,৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।