মানিকগঞ্জ পাসপোর্ট অফিস ও মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় থেকে দালাল চক্রের ১৬ জন আটক (ভিডিও)
স্টাফ রিপোর্টার: আচরন বিধি লঙ্ঘন করায় মানিকগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে ও মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় থেকে দালাল চক্রের ১৬ জনকে আটক করেছে র্যাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জ।
রবিবার ২৪/১০/২১ সকাল ০৯:০৫ মিনিট হতে সকাল ১১:৩০টা পর্যন্ত,মানিকগঞ্জ জেলা পাসপোর্ট অফিস এলাকায় ও মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ যুবায়ের হোসেন এর সহায়তায় পৃথক পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযানে মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করেন ।
আসামীদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুই জন মহিলা। অভিযান চালিয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে ০৭ দিন করে কারাদন্ড প্রদান করেন। ১ম অভিযানের দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন – রাসেদুল (৩৫), পিতা-রেজাউল হাসান, গ্রাম-বেউথা, থানা- মানিকগঞ্জ সদর জেলা- মানিকগঞ্জ, রায়হান (৩৫) পিতা- মৃত গোলাম মোস্তফা, গ্রাম -পশ্চিম বান্দুটিয়া ,থানা- মানিকগঞ্জ সদর জেলা- মানিকগঞ্জ, মোঃ আরিফ (৩৪), পিতা- ফরহাদ, গ্রাম- থানা মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, শাওন (২৪) , পিতা- আকিকুর, গ্রাম- পশ্চিম বান্দুটিয়া, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, মেহেদী হাসান সুজন (২৮), পিতা- সাইজুদ্দিন গ্রাম- পশ্চিম বান্দুটিয়া, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, রাসেল মিয়া (৩৮),পিতা -আব্দুল মোতালেব, গ্রাম- পশ্চিম বান্দুটিয়া, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, শাহজাহান (৪৫). পিতা- খোরশেদ, গ্রাম- পশ্চিম বান্দুটিয়া, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ।
দ্বিতীয় অভিযানে মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় সকাল ১২:৩০ মিনিট হইতে দুপুর ২ টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে সদর হাসপাতালে দালাল চক্রের ০৯ জন সদস্যকে আটক করেন। যাহার মধ্যে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ০২ জন মহিলা ও ০১জন পুরুষকে ০৭ দিন করে এবং বাকী ০৬ জনকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো- জবেদা(৪০), পিতা জাবেদ আলী, গ্রাম- বাইচাইল, থানা- মানিকগঞ্জ, জেলা-মানিকগঞ্জ, রাশেদা(৪০), পিতা- জলিল মোল্লা, গ্রাম- তরা, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ, সম্রাট (৩০), পিতা- কুসুম ,গ্রাম- দানকুড়া, থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ, ইলিয়াস (৪০). পিতা-মৃত হাকিমুদ্দিন, গ্রাম- উত্তর সেওতা, থানা- মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, আয়নাল (৪০), পিতা- একলাস, গ্রাম-তিল্লি, থানা- সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ, নাসির (৩৫), পিতা- আশরাফ, গ্রাম- বালিয়াখোড়া, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ, নরেশ চন্দ্র শীল (৩০), পিতা মনিন্দ্র চন্দ্র শীল, গ্রাম- ডাউটিয়া, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ, মোঃ রায়হান উদ্দিন (৪০), পিতা- আবুল কাশেম, থানা- পশ্চিম দাশুড়া, জেলা- মানিকগঞ্জ, মনির হোসেন (৩০), পিতা-মৃত দেলোয়ার হোসেন ,গ্রাম- ঘিওর, থানা-ঘিওর, জেলা -মানিকগঞ্জ। দন্ড প্রাপ্ত আসামীদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরনের জন্য প্রক্রিয়াধীন আছে।
বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন র্যাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জ