মৌলভীবাজারের র‌্যাংস শো-রুমেকে ভোক্তা অধিকারে অভিযোগের প্রেক্ষিতে জরিমানা ১০ হাজার টাকা ।

Loading

জিতু তালুকদার, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোড, বেরীরপাড়ে অবস্থিত র‌্যাংস ইন্ডাস্ট্রিজ লিঃ এর শো-রুমে RANGS SAMSUNG TOSHIBA নামক প্রতিষ্ঠান থেকে ১টি ফ্রিজ ক্রয় করেন।

ফ্রিজ টি বাসায় আনার ব্যবহারে ৭ দিনের মাথায় যথাযথ ভাবে কাজ না করায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে জানালেও তারা ফ্রিজটি ঠিক করতে কালক্ষেপন করেন এবং আবদুল হামিদ মাহবুব নতুন আরেকটি ফ্রিজ কিনতে বাধ্য হন। অভিযোগকারী যথাযথ ভাবে সেবা না পাওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ২০ আগষ্ট তারিখে র‌্যাংস ইন্ডাস্ট্রিজ লিঃ এর উক্ত শো-রুমকে ১০ হাজার টাকা জরিমানা এবং নিম্নমানের ফ্রিজটি পরিবর্তন করে নতুন ফ্রিজ বাসায় পৌছে দেওয়ার আদেশ দেওয়া হয়।

আদায়কৃত জরিমানার ১০ হাজার টাকার ২৫% টাকা, ২ হাজার ৫ শত টাকা আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়।