সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ হিন্দু ধর্মাঅবলম্বিদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা।পূজা আসলেই যেন মন্ডপে মন্ডপে শুরু হয় নতুন কিছু করার।বিভিন্ন ডিজাইনের মন্ডপ তৈরি করে বিভিন্ন সংঘ।
রাজশাহীর অন্যতম সংঘ টাইগার,কসমস,মিলন মন্দির,অন্যপূর্না,উৎসব ইত্যাদি।এদের কে টেক্কাদিয়ে তৈরি করে বিভিন্ন মন্ডপ। প্রতি বছরের তুলনাই এবার পূজার সময় পিছিয়ে গেছে। প্রতি বছর আশ্বিন মাসে পূজা শুরু হলেও এবার মল মাস এর কারনে এক মাস পিছিয়ে পূজা হবে কার্তিক মাসে।দুটি অমাবস্যা একমাসে পড়ছে। আর তার জন্যই পুজো একমাস পিছিয়ে আশ্বিনের জায়গায় কার্তিকে হবে।
করোনার কারনে সামাজিক দুরত্ব বজাই রেখে দূর্গা পূজা করার কথা জানিয়েছে প্রশাষন।
করোনাই এবার পূজার কিছু প্রভাব পরেছে রাজশাহীতে।কমেছে পূজোর সংখ্যা।রাজশাহী জেলা ও নগর মিলে ৪৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলায় ৪০০ ও নগরে ৬৬টি মণ্ডপে এ পূজা হবে বলে জানিয়েছেন, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।তিনি বলেন এবার নগরিতে ত বছরের তুলনাই পূজা কম হবে।আর পূজা হলেও সরকারি সকল আইন মেনে সামাজিক দুরত্ব বজাই রেখে পূজা হবে।
মন্ডপে মন্ডপে ভিড় করা যাবেনা।তিনি জানান, রাজশাহী জেলায় প্রায় ৪০০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এমন মণ্ডপের তথ্য তাদের কাছে এসেছে। এছাড়া নগরে ৬৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এবছর নগরে দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা কম।