রাণীশংকৈল কুলিক নাট্য সংস্থার নুতন কমিটি গঠন ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী যাত্রাদল কুলিক নাট্য সংস্থার উৎসবোত্তর পুণর্মিলনী গত ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সংগঠক অনিল বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও সংগীত বিদ্যালয় সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ তাজুল ইসলাম, তৈমুর হোসেন ও কবি গীতিকার সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়াও এতে সংস্থার সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

শতবর্ষী এ যাত্রা দলটিকে আরো সংগঠিত ও বেগবান করার লক্ষে অনুষ্ঠানে অতিথি ও সদস্যরা বক্তব্য রাখেন। পরে অনিল বসাককে সভাপতি, প্রবীর বসাক ও নারায়ণ বসাককে সহ সভাপতি, বেতার শিল্পী প্রশান্ত বসাক কে সাধারণ সম্পাদক এবং অভিনেতা হযরত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।