রাণীশংকৈল হাপাতালে রোগীদের মাঝে ডাঃ ফিরোজের মাস্ক বিতরণ

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বাড়ানোর লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ সেপ্টেম্বর শনিবার ডাঃ ফিরোজ আলম নিজ উদ্যোগে মাস্ক বিতরণ করেন।

এ উপলক্ষে এদিন দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম আউটডোর ও ইনডোরসহ আগত মাস্ক না পরা রোগীদের মাঝে শতাধিক মাস্ক বিতরণ করেন। অনেককে তিনি নিজেই মাস্ক পড়িয়ে দেন। জানা গেছে তিনি ২০১২ সালে এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
তার সেবার দক্ষতা এবং সততায় উপজেলার গরীব, মেহনতি ও দুঃখী মানুষের সেবক হিসেবে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

এ প্রসঙ্গে গরীবের ডাক্তার হিসাবে খ্যাত ডা.ফিরোজ আলম বলেন “রোগীদের মাঝে আমি সবসময় দায়িত্বের সাথে যেন সেবা দিয়ে যেতে পারি এটাই আল্লাহ কাছে সবসময় কামনা করি। তাঁরাই আমার পরিবার, আর হাসপাতাল আমার ঠিকানা”।

তিনি আরো বলেন, যারা বিনা মাস্ক পড়ে হাসপাতালে আসবেন তাদের জন্য সাধ্যমত মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।