হুমায়ুন কবির,রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল – বালিয়াডাঙ্গী মহাসড়কে দ্রুতগামী পিকআপের ধাক্কায় মতিউর রহমান (৩০) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
অপর মোটরসাইকেল আরোহী রায়হান (২৮) গুরত্বর আহত হয়েছেন। ৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাণীশংকৈল – বালিয়াডাঙ্গী মহাসড়কের বিলপাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামের ওলিউর রহমানের ছেলে। গুরুত্বর আহত রায়হানের বাড়িও একই গ্রামে।
বালিয়াডাঙ্গী সার্ভিসের তথ্যমতে, বালিয়াডাঙ্গী হইতে নেকমরদের উদ্দেশ্যে যাওয়া একটি মুরগির পিকআপ অপরদিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক মতিউর রহমান।
এ সময় মোটরসাইকেলের পিছনে থাকা রায়হান গুরুতর আহত হয়।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহত রায়হানকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকাপটিকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে ।