রাতেই ফোনপেয়ে ত্রাণ দিতে ছুটে গেলেন সাভার পৌর- ১নং ওয়ার্ডের রমজান আহমেদে (ভিডিও)

Loading

নিজস্ব প্রতিবেদক ঃ রাতেই ফোনপেয়ে করোনাভাইরাস মোকাবিলায় চলমান অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের রমজান আহমেদে ।আজ সোমবার সন্ধ্যা রাতের পর হঠাৎ করেই রাস্তায় দেখা গেলো সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের রমজান আহমেদকে , তাহার হাতে আর কাঁদে করে কিছু একটা নিয়ে যাচ্ছেন ।

এমন সময় তাহাকে জিজ্ঞাসা করলে, তিনি প্রথমে কিছু না বলেই হেটে যাচ্ছিলেন , আবারো জিজ্ঞেসা করায় ,তিনি উত্তরে বললেন ত্রাণ নিয়ে যাচ্ছি ।

তাহার পিছু নেওয়ায়, দেখতে পেলাম তিনি ফোনপেয়ে গরিবের ঘরে ঘরে ত্রাণ দিচ্ছেন ।

এ সময় তিনি আরো বলেন ,করোনা মোকাবিলায় কয়েক দিন ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা ও দোকানপাট। কেউ ঘর থেকে বের হচ্ছেন না। অসহায় হয়ে পড়েছেন অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। জনসমাগম এড়িয়ে এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে আমি সবসময় পাশে আছি ।

এছাড়াও রমজান আহমেদ সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বাড্ডা এলাকায় দুইশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ।