রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ছিনতায়ের ঘটনায় আটক ১

Loading

সৌমেন মন্ডল, প্রতিনিধি ঃরাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুয়েট আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী গৌরব সেন (১৮) আহত হওয়ার ঘটনার আসামী মোঃ শিমুল (২৩) কে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ । গতকাল রবিবার দুপুরে বোয়ালিয়া থানাধীন সাধুরমোড় এলাকা থেকে তাকে আটক করেন বোয়ালিয়া থানার এসআই মতিন আহম্মেদ,এএসআই রানা,এএসআই নাজমুল ও কনষ্টেবল রনি। সোমবার সকালে আসামী শিমুল এর দেয়া তথ্য অনুযায়ী সাধুরমোড় এলাকার রুয়েট শিক্ষার্থী গৌরব সেনকে আহত করার মূল আসামী জয়ের বাড়ি থেকে রুয়েট শিক্ষার্থীর লুণ্ঠিত ঝঙঘণ ঢচঊজওঅ ২৫ মোবাইল উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে থানার এস আই মতিন আহম্মেদ বলেন, গত শুক্রবার রাত ১০টার সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী গৌরব সেন (১৮) আহত হওয়ার ঘটনার পর থেকে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনার আসামী জয় ও শিমুলকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। এর পেক্ষিতে গতকাল রবিবার দুপুর ১২টা ৪৩ সময় বোয়ালিয়া থানাধীন সাধুরমোড় এলাকা থেকে আসামী মোঃ শিমুল (২৩) কে গ্রেফতার করি।

এ সময় আসামী শিমুল এর দেয়া তথ্য অনুযায়ী সাধুরমোড় এলাকার একাধিক ছিনতায়ের ঘটনার সাথে জড়িত ও রুয়েট শিক্ষার্থী গৌরব সেনকে আহত করার মূল আসামী ছিনতায়কারী জয়ের বাড়ি থেকে আজ সোমবার সকাল ৯টা ৪৫মিনিটের সময় রুয়েট শিক্ষার্থীর লুণ্ঠিত ঝঙঘণ ঢচঊজওঅ ২৫ মোবাইল উদ্ধার করা হয়। যার মূল্য অনুমানিক ৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা ।

ছিনতায়ের ঘটনার মূল আসামী ছিনতায়কারী জয়কে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।