রেনু হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার ।

আল মামুন ঢাকা ঃ বাড্ডায় তাসলিমা বেগম রেনু কে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করে গুলিস্তান ফাঁড়ির পুলিশ ।
এ সময় গুলিস্তান পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছে , মাহবুব আলম নামের এক ব্যক্তি হৃদয়কে চিনতে পারে এবং সঙ্গে সঙ্গেই মাহবুব আলম তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন ।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।