শ্রীপুরে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ।

Exif_JPEG_420

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের তাছের আলী মোল্লার স্ত্রী আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গতকাল বৃহস্পতিবার ভোর সকালে চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ।

পুলিশ ও নিহতের ছেলে সেকেন্দার মোল্লা জানান, আমেনা বেগম উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামে জামাই বাড়ি বেড়াতে যান। সকালে জামাই বাড়ি থেকে মেয়ের জ্যাকে সাথে নিয়ে প্রতিদিনের ন্যায় রাস্থায় হাটতে বের হন। হাটার সময় পথিমধ্যে রায়নগর সান রাইজ মাধ্যমিক বিদ্যালয়ের মোড়ে পৌছালে পিছন দিক থেকে দ্রæতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয় ।

ধাক্কা খেয়ে তিনি ছিটকে পাকা রাস্তরা ওপর পড়ে মারাত্বক আহত হন । আহত অবস্থায় তাকে দ্রæত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন ঘটনার বিষয়টি আমি শুনেছি লিখিত কোন অভিযোগ পাইনি । তবে নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।