সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে- নওফেল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষা খাতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলেও আজ দেশের সকল মানুষ শিক্ষিত। এই শিক্ষিত জাতি দেশকে ভালো কিছু উপহার দিতে পারে।রোববার দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ^ মানচিত্রে বাংলাদেশের নাম থাকতোনা। পরে উপমন্ত্রী শিক্ষায় অবদান রাখায় নিটারের পক্ষ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মেধাবী বৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।