সাভার হেমায়েতপুর সুপার মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ঃ সাভারের হেমায়েতপুর সুপার মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে কেকে কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন ।আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে হেমায়েতপুর বাসস্টান্ড সংলগ্ন , হেমায়েতপুর সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগ নেতা জনাব মোঃ আঃ রহমান সাহেবের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ,দোয়া মাহফিল ও কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করা হয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়র পরিষদের চেয়ার‌ম্যান জনাব মোঃ ফখরুল আলম সমর ।

এদিকে,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভারেরে তেতুল ঝোড়া ইউনিয়নের যুবলীগ নেতা বিপ্লব , সাজ্জাত , লক্ষন রায় সহ আরো অনেকেই ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাভারের স্বেচ্ছাসেবক লীগের তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মো: আলতাফ হোসেন সহ উক্ত মাকেটের ব্যবসায়ীরা মোঃ জুলহাস ,শাহীন ,সুজন,খলিল ,পলাশ ,আমিনুল ইসলাম ,কবির ,মজিবর ,রনি ,মাসুদ ,মামুন ,জয়নাল ,ফারুক ,শাহ্‌ আলম ,ছালাম ,সোহেল ,জামান ,জাকির ,শফিক ,কাদের মোল্লা ,মনোয়ার মোল্লা ,শওকত ,মান্নান ,সাইদুল ,কুদ্দুস ,রাজু , ইব্রাহীম ,মনির ,রবিউল ,শরিফ ,বাবু ,বাহার ,হাছান ,জহিরুল ,মালেক আলমগীর সহ সকল দোকান দা’র গণ ।

পরিশেষে হেমায়েতপুর সুপার মার্কেটের সামনে , দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে কেক কাটা হয় ।