সাভারে আলমনগর হাউজিং থেকে ৫৭৬ ক্যান বিয়ারসহ খাইরুল নামের একজন আটক
বিপ্লব সাভার : সাভারের হেমায়েতপুর সংলগ্ন আলম নগর হাউজিং এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৭৬ ক্যান বিয়ার সহ একজনকে আটক করেছে পুলিশ।
সাভার থানাধীন টেনারী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, জাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম এর নেতৃত্বে
আলমনগর হাউজিং এর ১০ নং রোডের ৬ নং বিল্ডিংস্থ নিচতলা জেনারেটর রুম সংলগ্ন রুম থেকে মজুদ কৃত বিয়ার ও এগুলো বহনকারী ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, খায়রুল ইসলাম (২৪) পিতা- রফিকুল ইসলাম, সাং- চান্দুলিয়া থানা-সাভার, ঢাকা ।
মামলায় শাজাহান(৩২) নামে আরো একজন আসামীর নাম (পলাতক) উল্যেখ করা হয়, ঠিকানা-এ/পি সাং- গাবতলি, বসুপাড়া, দারুসসালাম ডিএমপি (ভাসমান)
পুলিশ সুত্রে জানা যায় , একই বিল্ডিং এর আট তলায় বসবাসরত সালমা নামের এক নারীর কাছে আসামীগণ আসা-যাওয়া করতেন।
পুলিশ জানায়, চক্রটি বহুদিন ধরে আলম নগর হাউজিং সোসাইটিতে বসবাসরত কিছু লোকের সহায়তায় বিয়ার মজুদ ও বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে, তথ্য দানকারীর এধরণের তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান করে আসামী ও মজুদকৃত বিয়ার উদ্ধার করা হয়।
আটক আসামীর বলা তথ্য অনুযায়ী অজ্ঞাত শাজাহান নামে আরো একজনকে পলাতক আসামী হিসেবে এজাহার ভুক্ত করা হয় ।