সাভারে তাবলীগ থেকে ফেরা ব্যক্তিদের ৬ বাড়ি লকডাউন

Loading

জাহিন সিংহ, সাভার : করোনা ভাইরাস রোধে সাভারে ৬টি বাড়িকে লকডাউন করা হয়েছে। বুধবার দুপুরে সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লায় বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেয় সাভার মডেল থানা পুলিশ।এরআগে মঙ্গলবার সিলেট থেকে তাবলীগ জামাত শেষ করে ৭জন এলাকায় আসেন। পরে স্থানীয় ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে তাদের বাড়ি লকডাউন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে তাবলীগ জামাত থেকে ৭ জন তাদের বাড়িতে পৌঁছানোর পর ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তার সাথে পরামর্শ করে তাদের ৬টি বাড়িকে প্রশাসন লকডাউন করে দেয়। আগামী ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে কেউ প্রবেশ করতে পারবেনা। এসময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্য সরবারহ করা হবে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়।