সাভারে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

Loading

বিপ্লব , সাভার থেকে: সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণা ও অর্থ অত্মসাতের অভিযোগে ৮জনকে গ্রেপ্তার করেছে র‌্যব-৪। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি সিপিইউ, ৫টি মনিটর, ৮টি মোবাইলসহ প্রতারণার কাজে ব্যবহৃত রেজিষ্টার খাতা, আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র।বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা। এরআগে বুধবার রাতে অভিযান চালিয়ে সাভারের আশুলিয়ার জিরানী বাজারে গোলাম নবী সুপার মার্কেটের ২য় তলায় মেট লাইফ লিঃ নামের প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

এসময় প্রতারণার শিকার ভুক্তভোগী ৪২ জন চাকরি প্রার্থী ভুক্তভোগীকেও উদ্ধার করে র‌্যাব। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো- মো.নুর ইসলাম ওরফে স্বপন (৪০), মো.হাসান (২৭), নীল রতন দাস (২৩), মো.মেহেদী হাসান (২৫), মো.ফাহিম আহম্মেদ (২০), মো.আব্দুর রাজ্জাক (২৪) ও মো.ইয়াছিন (২৮)।

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চাকরি দেয়া কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মানুষের কাছ থেকে ১৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। প্রতারণা বন্ধে এধরণের অভিযান চলবে বলেও তিনি জানান।

এছাড়া গত ১২ ডিসেম্বর আশুলিয়ার জামগড়া থেকে চাকরির নামে প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে দুটি ভুয়া এমএলএম কোম্পানির ১২ প্রতারককে গ্রেপ্তার ও চাকরিপ্রার্থী ১০৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছিল বলেও জানানো হয় র‌্যাব-৪ এর পক্ষ থেকে।