সাভারে কবুতর পালিত মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী কবুতর টুর্নামেন্ট (ভিডিও)

Loading

বিপ্লব,সাভার ঃ সাভারে কবুতর পালিত মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী কবুতর টুর্নামেন্ট।
দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মনা সাহা স্মৃতি কবুতর টুর্নামেন্টের ব্যানারে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাভার ও মিরপুর অঞ্চলের প্রায় এক হাজার কবুতর পালিত মানুষ অংশ নেন। এসময় কবুতর টুর্নামেন্টে কবুতর উড়ানোর দুরুত্ব ছিলো ৬৫ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার। বেশ কয়েটি গ্রæপ টুর্নামেট খেলায় অংশ গ্রহন করেন। এসময় মিরপুর শহীদ স্মৃতি বিজন ক্লাবের ইমন ও মনা সাহা স্মৃতি টুর্নামেন্টের সবুজ হোসেন খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মিরপুর শহীদ স্মৃতি বিজন ক্লাবের ইমনকে লক্ষ টাকা মুল্যের মোটরসাইকেল ও মনা সাহা স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সবুজ হোসেনকে ফ্রিজ হিসেবে পুরুস্কার তুলে দেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এছাড়া খেলায় রানারআর্প প্রত্যেককে পুরুস্কার হিসেবে দেওয়া হয় এলইডি টিভি ও আর্কষনীয় মোবাইল ফোন সেট। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী এ খেলায় অংশ গ্রহন করতে পেরে কবুতর পালিত মানুষরা অনেকে হাসি খুশি ছিলো।