সাভারে স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়ন প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ১৬০ জন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল এক কেজি চাল, এক কেজি তেল, এক কেজি পেয়াজ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্যা সামগ্রী ।
খাদ্য সামগ্রী বিতরণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা ,দেশ ও জাতির জন্য দোয়া করা হয় ।
এর আগে পরিষদের জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল ,পলাশ আহমেদ সহ , ছাত্রলীগ যুব লীগের অসংখ্য নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।