সাভারে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভিডিও।

বিপ্লব সাভার ঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালি বের করা হয় র‌্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র‌্যালি শেষে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের খুব শীঘ্রই দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,পৌর মেয়র আব্দুল গণি,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ আরো অনেকে।

এছাড়া ঢাকার ধামরাইয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। সিংক ডা.এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।