অপর দিকে সাভারের হেমায়েতপুরে যাত্রীদের অভিযোগ কাউন্টারে অতিরিক্ত টাকা ছাড়া টিকিট মিলছে না। নিকট দূরত্বের যাত্রীরা পড়েছেন আরও বিপাকে । ৪০-৬০ টাকার ভাড়া নেয়া হচ্ছে দেড়শ-দুইশ টাকা। রংপুর,ঠাকুরগা,দিনাজপুর ,রোড এর গাড়ীতো চাঁদই বলা চলে ।
আগে যে সকল স্থানের ভাড়া ছিলো ৪৫০-৫০০ টাকা এখন সেখানের ভাড়া ৯০০-১২০০ টাকা পযন্ত । এক কথায় ভাড়ার টাকা জিম্মি করে আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে ।