সিংগাইর পৌর মেয়র বাশারের এক মাস পূর্তিতে জনসেবায় প্রত্যাশীত উন্নয়ন কাজ সম্পন্ন
এফ এম ফজলু সিংগাইর ( মানিকগঞ্জ)ঃ সিংগাইর পৌরসভায় গত ২৮ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহণ হয়েছে ২২ মার্চ, শপথ গ্রহণ এর পরের দিন অর্থাৎ ২৩ মার্চ হেফাজতের হরতাল কর্মসূচির কারণে
আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ না হলেও যথাযথ সদ্য বিদায়ী মেয়র এ্যড খোরশেদ আলম ভূইয়া জয়, সাবেক মেয়র মীর মোঃ শাহজাহানসহ স্থানীয় মুরব্বিদের উপস্থিততে দায়িত্ব গ্রহণ করেন মেয়র আবু নাঈম মোঃ বাশার।
সেই দিন হতে গত কাল ২৩ এপ্রিল পর্যন্ত এক মাসে যথাযথ জন সেবায় উন্নয়নমূলক কাজগুলো করে জনগণের আশা পূরণ করতে সক্ষম হয়েছে।
অবহেলিত গোবিন্দল ৭ নং ওয়ার্ডের দুটি ইটের সলিং এর ২৭০ মিটার ও ২৮০ মিটার রাস্তার কাজ উদ্বোধন,
সিংগাইর পশুর হাট বাজারে নীচু জায়গায় মাটি ভরাটসহ সংস্করণ, কাশেম পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বিশুদ্ধ পানির অভাব পূরণে কাশেম নগর ৯ নং ওয়ার্ডে ১৩ এপ্রিল সংস্করণ পানির পাম্প স্থাপনের উদ্বোধন, ঐতিহাসিক ৭ মার্চ পালনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ২৬ শে মার্চ জাতীয় দিবস পালনে নানা কর্মসূচী পালন, আনুষ্ঠানিক ভাবে ও
একাকী মাস্ক বিতরণ, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, সিংগাইর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, ১০ বছরের জটিলতা নিরসন করে ৫ নং ওয়ার্ড গোলড়ার সকলের সহযোগিতায় ইটের সলিং এর রাস্তা উদ্বোধন, একই ওয়ার্ডে রাস্তা দখল করে বাড়ির পাকা ওয়াল করে সীমানা প্রাচীর ভেঙে রাস্তার জায়গা বাহির করে রাস্তা প্রসস্থ করণ ।
করোনা পরিস্থিতিতে লক ডাউন থাকা অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, নিয়মিত অফিস করণসহ উন্নয়ন এর বহু পরিকল্পনা হাতে নিয়ে জনসেবার দারপ্রান্তে পৌঁছিয়েছে এক মাস বয়সের মেয়র আবু নাঈম মোঃ বাশার তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ও সকলের সহযোগিতা কামনা করেন।