সুন্দরগঞ্জে নিহত ৪ পুলিশ স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Loading

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত ৪ পুলিশ সদস্য স্মরণে দোয়া ও আলোচনা সভা অনিষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণের নিহত ৪ পুলিশ সদস্যের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে তাঁদের স্মরণে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ- আল মামুন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত আব্দুল¬াহ্, সহকারি পুলিশ সুপার কেএন নিয়তি রায়, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান। থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, গোলাম কবির, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক রেজাউল আলম রেজা, সাজেদুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, রাকিব হাদিউল ইসলাম, হাফিজা বেগম কাকলি, উপজেলা জাসদের সভাপতি মুসলিম আলী, নিহত পুলিশ কনস্টেবল তোজাম্মেল হকের মেয়ে তামান্না আকতার,ফয়সাল সাকিদার আরিফ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এরআগে নিহত পুলিশ সদস্যদের স্মৃতিচারণে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।

উলে¬খ্য, বিগত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সন্ত্রাসী তান্ডব চালিয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে। , তাঁরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী, বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের নাজিম উদ্দিন। এ ঘটনায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন উপ-পরির্দশক (এসআই-) আবু হানিফ ৮৯ জনের নাম উলে¬খ পূর্বক অজ্ঞাত আরও ২ হাজার ৫’শ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এরপর মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ২’শ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন থানার তৎকালীন নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আবু হায়দার আরিফ।