কালিয়াকৈর পৌর মেয়র প্রার্থী ৮জন মহিলা সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী ১১জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ৬৭ জন

Loading

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮ জন, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ১১ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ৬৭ জন মনোনয়ন পত্র কালিয়াকৈর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে পেয়েছেন রেজাউল করিম রাসেল, তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতিকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিয়াকৈর পৌরসভার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুস্তম শরীফ।

বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাত পাখা পেয়ে মেয়র পদে মনোয়ন দিয়েছেন মুর্শিদ হোসাইন।

আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ ।

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলীয় নির্বাচনে  অংশগ্রহণ না করায়  বর্তমান মেয়র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দলীয় নির্দেশনা না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোয়ন জমা দিয়েছেন দুলাল উদ্দিন।

স্বতন্ত্র প্রার্থী হয়ে মেয়র পদে মনোয়ন জমা দিয়েছেন  ইয়াকুব শেখ ও গোলাম মোস্তফা।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে মহিলা সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী  ৪ জন।

পৌরসভার ২ নং ওয়ার্ড থেকে মহিলা সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী  ৩ জন।

পৌরসভার ৩ নং ওয়ার্ড থেকে মহিলা সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী  ৪ জন।

পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে সাধারণ  কাউন্সিলর প্রার্থী ১১জন, ২ নং ওয়ার্ড থেকে ৭ জন, ৩ নং ওয়ার্ড থেকে ৮ জন,৪ নং ওয়ার্ড থেকে ৬ জন,৫ নং ওয়ার্ড থেকে ৪ জন, ৬ নং ওয়ার্ড থেকে ৫ জন, ৭ নং ওয়ার্ড থেকে ৮ জন, ৮ নং ওয়ার্ড থেকে ৬ জন, ৯ নং ওয়ার্ড থেকে ১২ জন প্রার্থী হয়ে জমা দিয়েছেন।

গাজীপুর জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।