মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধি(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় তালতলীতে প্রথম প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার বিকাল ৩টায় উপজেলার পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়। তালতলী উপজেলার সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার কথা বলা হয়। পাশাপাশি সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়।
করোনার সতর্কতা স্বাস্থ্যবিধি নিয়ম মানার জন্য সাইক্লোন সেন্টারগুলোকেও নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক মো আসাদুজ্জামান ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম মিয়া, উপজেলা ভাইস
চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনিন মনি, রেডক্রিসেন্ট, পুলিশ, আনসার ও ভিডিপি, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপি চেয়ারম্যান, তালতলী প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব সহ অন্য অন্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।