প্রচ্ছদ ছবি তালতলীতে যুব আন্দোলনের মানববন্দন

তালতলীতে যুব আন্দোলনের মানববন্দন

Loading

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে করোনা মহামারি নিয়ন্ত্রনে বিনামূল্যে করোনা টেষ্ট ও চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা, পুঁজি হারানো যুবকদের পূর্নবাসন ও বেকার ভাতা প্রদানসহ উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবীতে যুববন্দন করা হয়েছে।

উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার সদর রোডে ঘন্টা ব্যাপী যুববন্দনে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাও. মো. আফজাল হোসাইন, মো. আবুল কালাম মুন্সি ও মাও. মো আহসান প্রমুখ।