বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আ.লীগ নেতাকর্মী ও জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
রবিবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় সাংসদ রমেশ সেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসনে টানা তৃতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হন রমেশ চন্দ্র সেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা এই দেশে স্বাধীন ভাবে চলাচল করতে পারছি। এই স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা বিরোধীরা এখনো মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে; এসব মুক্তিযোদ্ধা বিরোধীদের শক্তভাবে দমন করতে হবে।
তিনি বলেন, দেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে; তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আজ দেশকে উন্নতরাষ্ট্রে পরিণত করার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করছে; খুব শীঘ্রই দেশ উন্নতরাষ্ট্রে পরিনত হবে।
রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাঃ সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাড: মকবুল হোসেন বাবু, মাহবুবুর রহমান খোকন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড: অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।